আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ (৪র্থ সংশোধিত) শীর্ষক প্রকল্পের ডব্লিউ-২১ প্যাকেজের আওতায় বরিশাল রাইস সাইলোর নির্মাণ কাজের ব্যয় বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এ নিয়ে তৃতীয় বারের মতো ৭৬ লাখ টাকা ব্যয় বাড়ালো সরকার৷

বুধবার (৪ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় খাদ্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ (৪র্থ সংশোধিত) শীর্ষক প্রকল্পের ডব্লিউ-২১ প্যাকেজের আওতায় নবনির্মিত বরিশাল রাইস সাইলোর নির্মাণ কাজের ১ম ও চূড়ান্ত ভেরিয়েশনসহ সংশোধিত চুক্তিমূল্য অনুমোদন দেওয়া হয়।

প্রকল্পটির মূল চুক্তিমূল্য ৩৬ কোটি ২০ লাখ ৪৩ হাজরর ৪১২ টাকা। এখন ভেরিয়েশন বাবদ ব্যয় বেড়েছে ৭৬ লাখ ১৮ হাজার ২৭২ টাকা৷ ব্যয় বেড়ে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৩৬ কোটি ৯৬ লাখ ৬১ হাজনর ৬৮৪ টাকা৷ প্রকল্পটি বাস্তবায়ন করছে কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, আজকে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমরা কতগুলো সিদ্ধান্ত নিয়েছি। এরমধ্যে ধারাবাহিকভাবে এলএনজি আনা যাতে জ্বালানির বিষয়ে আমরা সেভ থাকি। 

তিনি বলেন, বৈঠকে শস্য গুদামজাত করার জন্য সাইলো নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।

এমএম/এমএসএ