অনুমোদিত ভ্রমণকাল শেষে যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ফেরত পাঠানো হবে
অনুমোদিত ভ্রমণকাল শেষ হওয়ার পরও কেউ যুক্তরাষ্ট্রে অবস্থান করলে তাকে দেশে ফেরত পাঠানোর পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
বৃহস্পতিবার (৫ জুন) ঢাকার মার্কিন দূতাবাস তাদের ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়, আপনার অনুমোদিত ভ্রমণকাল শেষ হওয়ার পরও যদি আপনি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন, তাহলে আপনাকে দেশে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এনআই/এমএ