স্পেনের গ্লোবাল অ্যাফেয়ার্স সেক্রেটারির সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ
স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল অ্যাফেয়ার্স বিষয়ক সেক্রেটারি দিয়েগো মার্টিনেজ বেলিওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্পেনে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান।
স্থানীয় সময় গতকাল বুধবার স্পেনের গ্লোবাল অ্যাফেয়ার্স বিষয়ক সেক্রেটারির অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
মাদ্রিদের বাংলাদেশ দূতাবাস জানায়, তারা দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি বহুপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন। বৈশ্বিক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণসহ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা করেন তারা।
এ সময় স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক উপ-মহাপরিচালক উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান গত ৩০ এপ্রিল মাদ্রিদের রয়েল প্যালেসে দেশটির রাজা ফেলিপ-ষষ্ঠের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।
এনআই/এমএ