বাহরাইনের ক্যাপিটাল গভর্নরেটের গভর্নর শেখ রাশিদ বিন আব্দুর রহমান আল খলিফার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশ‌টিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।

সোমবার (২ জুন) বাহরাইনের ক্যাপিটাল গভর্নরেটের গভর্নরের দপ্তরে এ সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়।

মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, গত ২ জুন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বাহরাইনের ক্যাপিটাল গভর্নরেটের গভর্নর শেখ রাশিদ বিন আব্দুর রহমান আল খলিফার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার দিপাক্ষিক সম্পর্ক, প্রশাসনিক সহযোগিতা এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সম্ভাব্য উদ্যোগ ও সামাজিক উন্নয়নে স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে যৌথভাবে আরও কার্যকর যোগাযোগ স্থাপনের বিষয়ে আলোচনা করা হয়।

উক্ত সাক্ষাতে ডাইরেক্টর অব ইনফরমেশন অ্যান্ড ফলোআপ ইউসুফ ইয়াকুব লরি উপস্থিত ছিলেন।

এনআই/জেডএস