২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১,৩৬৭
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯২৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৪৪০ জন।
শুক্রবার (৬ জুন ) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯২৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার ৪৪০ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ৩৬৭ জনকে।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৪ টি বার্মিজ চাকু, ১টি দেশীয় রিভালবার, ২টি গুলি, ২টি হাসুয়া ১টি দা ও ২৩টি ককটেল উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।
এমএসি/এসআইআর