সেনাবাহিনীর অভিযানে রাজধানীর উত্তরা এলাকা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার বিভিন্ন সেক্টরের চারটি স্থানে এ অভিযান চালানো হয়।

শুক্রবার (৬ জুন) আইএসপিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে উত্তরা ১৬ নম্বর সেক্টর থেকে একটি থ্রি নট থ্রি রাইফেল, ১৮টি শটগানের কার্তুজ ও দুইটি ৭.৬২ মি. মি. গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা রাইফেল, শটগান, কার্তুজ ও গুলি তুরাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও আইন-বহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসএসএইচ