পরিবারের সঙ্গে ঈদ করতে যাওয়া হলো না রিয়াজের
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. রিয়াজ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি থাই গ্লাসের মিস্ত্রির কাজ করতেন।
শনিবার (৭ জুন) সন্ধ্যার দিকে মুমূর্ষূ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
মৃত রিয়াজ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার কাঁঠালিপাড়া গ্রামের আব্দুস শহীদের ছেলে। বর্তমানে মিরপুর এলাকায় ভাড়া থাকতেন।
নিহতের ফুফাতো ভাই আলী হাসান বলেন, আমার ভাই থাই মিস্ত্রির কাজ করতেন। আজ দুপুরের দিকে নিজেই মোটরসাইকেল চালিয়ে পরিবারের সঙ্গে ঈদ করার জন্য লক্ষ্মীপুরের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পরে বিকেলের দিকে নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। খবর পেয়ে প্রথমে আমরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি কাচপুর হাইওয়ে পুলিশকে জানিয়েছি।
এসএএ/এমএ