নোটিশ পাবেন না, নিজেরাই চলে যান: মেয়র আতিকুল
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন- যারা অবৈধভাবে খাল, রাস্তা, ফুটপাত দখল করে রেখেছে তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, আপনারা নিজ থেকে এসব ছেড়ে চলে যান। জনগণকে সঙ্গে নিয়ে অবৈধ দখলে রাখা সব জায়গা আমরা উদ্ধার করব। তাই দখলদাররা নিজেরাই চলে যান, আপনারা কোন নোটিশ পাবেন না।
বুধবার (৬ জানুয়ারি) তেজগাঁও উত্তরা মটরস থেকে কুনিপাড়া রানার্স পর্যন্ত সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
আতিকুল ইসলাম বলেন, নগরবাসীকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ঢাকা গড়তে চাই। স্মার্ট সিটি গড়ার লক্ষ্য আমরা নিয়েছি। তাই বলতে চাই- যারা খাল, রাস্তা, ফুটপাত দখল করে রেখেছেন তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। রাজধানীর ইব্রাহিমপুর ,ভাষানটেক এলাকায় আমরা কাউকে ছাড় দেইনি। অবৈধ দখলদের সব কিছু ভেঙ্গে দিয়েছি। আপনাদেরও একই পরিণতি হবে।
নগরবাসীর উদ্দেশ্যে মেয়র আতিকুল ইসলাম বলেন, রাস্তা-ফুটপাত আমরা দখল মুক্ত করে দিব। সেগুলো রক্ষাণবেক্ষণ ও দখলমুক্ত রাখার দায়িত্ব এলাকাবাসীর। এগুলো যেন ফের দখল না হয়। এ দায়িত্ব আপনাদের সবার। জলাবদ্ধতা নিরসনে আমরা ২৬ খাল পরিস্কার ও দখলমুক্ত করার কাজ শুরু করেছি। যে এলাকায় ড্রেনের মধ্যে ময়লা, আবর্জনার স্তুপ আছে সেগুলো আমারা পরিস্কার করে দিব। ফুটপাত দখল করে যারা দোকান করেছেন সেসব আর সহ্য করা হবে না। দখলদারদার যতই শক্তিশালী হোক কেউ ছাড় পাবেন না।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমরা চেষ্টা করছি কাওরান বাজারকে স্থানান্তর করে এখানকার সমস্যার সমাধান করতে। এছাড়া তেজগাঁওয়ের ট্রাক স্ট্যান্ড কেন্দ্রিক যেসব সমস্যা আছে সেগুলো সমাধানের মাধ্যমে আমরা সুন্দর ঢাকা হিসেবে গড়ে তুলতে চাই। কাজ করতে গেলে নানান বাধা-সমস্যা আসবেই। পেশি শক্তির বিভিন্ন চাপ আছে, তবুও আমরা এসব বাধা উপেক্ষা করে জনগণের জন্য কাজ করব।
ইউটার্ন-ইউলুপ প্রকল্পে সুফল পাওয়া যাচ্ছে না এমন সংবাদের প্রসঙ্গ টেনে আতিকুল ইসলাম বলেন, আমাদের সব ইউটার্ন নির্মাণ কাজ শেষ হলে অবশ্যই নগরবাসী এর সুফল পাবেন। সব কাজ শেষ না হওয়া পর্যন্ত এর পুরোপুরি সফলতার বিষয়ে বোঝা যাবে না। নির্মাণকাজ শেষে যখন সবগুলো একসাথে চালু হবে তখন অবশ্যই যানজট অনেকাংশে কমে আসবে।
মেয়র বলেন, নগরীর কোথায় কি সমস্যা, কি কি অসুবিধা আছে এসব বিষয়ে সরাসরি সিটি করপোরেশন, মেয়রকে যেন নগরবাসী অভিযোগ জনাতে পারেন, সেই লক্ষ্যে আসছে ১০ জানুয়ারি আমরা একটি অ্যাপ চালু করতে যাচ্ছি। এই অ্যাপের মাধ্যমেই যেন নগরবাসী তাদের নাগরিক সমস্যার বিষয়ে সিটি করপোরেশনকে জানাতে পারবেন। আর এর মাধ্যমেই সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হবে।
তেজগাঁও উত্তরা মটরস থেকে কুনিপাড়া রানার্স পর্যন্ত সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
এএসএস/ওএফ