প্রায় ১৬ হাজার টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কোরবানির পশু জবাইয়ের পরবর্তী সময়ে বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে রোববার (৮ জুন) সন্ধ্যা ৭টা পর্যন্ত ডিএনসিসি এলাকায় মোট ১৫ হাজার ৮৬৪ টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে।
বিষয়টি নিশ্চিত করে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জোবায়ের হোসেন জানান, বর্জ্যগুলো নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে সংগ্রহ করে আমিনবাজার ল্যান্ডফিলে নিয়ে যাওয়া হচ্ছে। এখন পর্যন্ত সেখানে মোট ৩ হাজার ৪২টি ট্রিপ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সিটি করপোরেশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই নগরবাসীকে পরিচ্ছন্ন পরিবেশ ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা কর্মীরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। দ্রুততম সময়ে সম্পূর্ণ বর্জ্য অপসারণের জন্য সবার সহযোগিতা চেয়েছে ডিএনসিসি।
বিজ্ঞাপন
এনআর/এসআইআর