প্রতীকী ছবি

রাজধানীর শনির আখড়ায় সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নিয়ে তর্কে যাত্রীর মারপিটে নাঈম হোসেন (২৫) নামে এক চালক নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৮ জুন) বিকেলের দিকে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, বিষয়টি আমরা জানতে পেরে আমাদের একটি পুলিশের টিমকে ঢাকা মেডিকেলে পাঠাই এবং অপর আরেকটি টিমকে ঘটনাস্থলে পাঠাই। পরে ঢাকা মেডিকেল থেকে জানতে পারি ওই সিএনজি চালকটি মারা গেছেন। এ বিষয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত এক ব্যক্তিকে আমরা আটক করেছি। অভিযুক্ত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানতে পারি সিএনজি ভাড়া নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে এ ঘটনাটি ঘটে।

ওসি আরও জানান, নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এসসি/এমএ