ঢাকায় গরমের দাপট, তাপমাত্রা ছুঁয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস
প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে রাজধানী ঢাকা। আজ সোমবার (৯ জুন) সন্ধ্যা ৬টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৯ শতাংশ, যা রাজধানীবাসীর অস্বস্তি আরও বাড়িয়ে তুলেছে। রাতেও স্বস্তির কোনো ইঙ্গিত নেই।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এসময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
বিজ্ঞাপন
আবহাওয়া অফিস জানিয়েছে, রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, অর্থাৎ গরম থেকে আজ রাতেও স্বস্তি মিলবে না রাজধানীবাসীর। দিনের তীব্র গরমের পাশাপাশি রাতেও একই অবস্থা বজায় থাকার আশঙ্কা রয়েছে।
আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং গত ৬ ঘণ্টায় ঢাকায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।
আগামীকাল মঙ্গলবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
অন্যদিকে, আজ সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের আজকের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, রংপুর, খুলনা বিভাগসহ ফেনী ও ময়মনসিংহ জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টা এমন অবস্থা অব্যাহত থাকতে পারে৷ একইসঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। ফলে দেশজুড়ে গরমের অনুভূতি আরও কিছুটা বাড়তে পারে।
আর আগামীকাল সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
আরএইচটি/এসআইআর