মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল কোরআনের হাফেজের
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবু হুজাইফা শুভ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পবিত্র কোরআনের হাফেজ ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক তারই ফুফাতো ভাই সোলাইমান হক (২১)।
সোমবার (৯ জুন) বিকেলে সদর উপজেলার গহেরপুর-সড়াবাড়িয়া সড়কের সুপার ব্রিকসের নিকট এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আহত সোলাইমান হক জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের বাজারপাড়ার হারুন আলীর ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, ফুফাতো ভাই সোলাইমানের সঙ্গে আবু হুজাইফা একই মোটরসাইকেলে চুয়াডাঙ্গা সদরের দশমাইলে আক্কাস লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্টে ঘুরতে যাচ্ছিল। সড়াবাড়িয়া-গহেরপুর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে দুজন। এ সময় সামনে থেকে আসা একটি ট্রাক্টরের পেছনের চাকার আঘাত লেগে গুরুতর আহত হয় হুজাইফা। চালক সোলাইমান সামান্য আহত হয়।
বিজ্ঞাপন
তারা আরও জানান, স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সড়াবাড়িয়া বাজারে নিয়ে আসেন। পরে আমরা খবর পেয়ে মাইক্রোবাসযোগে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে দ্রুত সদর হাসপাতালে রেফার্ড করা হয়। পরে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক হুজাইফাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসি বলেন, জরুরি বিভাগে সড়ক দুর্ঘটনায় দুজন আহতকে নিয়ে এলে পরিক্ষা-নিরিক্ষার পর আবু হুজাইফাকে মৃত ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। এছাড়া আহত সোলাইমানকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।
আফজালুল হক/এমএ