কিটের অভাব, ঢাকার বাইরে করোনা পরীক্ষা হচ্ছে না
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
কিটের অভাব, ঢাকার বাইরে করোনা পরীক্ষা হচ্ছে না
করোনা শনাক্তের কিট সংগ্রহে জোর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও দেশি ব্যবসায়ীদের কাছ থেকে কিট সংগ্রহের চেষ্টা চলছে। ইতিমধ্যে কিছু কিট স্বাস্থ্য বিভাগের হাতে এসেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
বিজ্ঞাপন
গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর প্রথম আলোকে বলেন, জরুরি চাহিদার ভিত্তিতে আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটি ২৮ হাজার দ্রুত শনাক্ত কিট দিয়েছে গতকাল। আজ ১০ হাজার আরটিপিসিআর কিট দেওয়ার কথা।
সমকাল
৬৭ শতাংশ গুমের ঘটনায় জড়িত পুলিশ, র্যাব, ডিবি
আওয়ামী লীগের শাসনামলে এক হাজার ৮৩৭টি গুমের অভিযোগ পেয়েছে গুম-সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। এর মধ্যে এক হাজার ৭৭২ অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে। এক হাজার ৪২৭ জন ভুক্তভোগী ফিরলেও ৩৪৫ ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছেন। গুমের ঘটনায় সরাসরি সম্পৃক্ততা ছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার; আদালত ছিল সহযোগীর ভূমিকায়।
কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে এসব তথ্য এসেছে। গত বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে ‘আনফোল্ডিং দ্য ট্রুথ: আ স্ট্রাকচারাল ডায়াগনসিস অব এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স ইন বাংলাদেশ’ শীর্ষক এ প্রতিবেদন জমা দেয় কমিশন।
দেশ রূপান্তর
ইউনূস-তারেক বৈঠক বদলে দেবে রাজনীতির হিসাব
লন্ডনে ১৩ জুন শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টার মধ্যে হোটেল ডোরচেস্টারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছেন, এ বৈঠকের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থার সমাধানে একটি ‘নতুন ডাইমেনশন’ বা মাত্রা উন্মোচিত হতে পারে।
প্রধান উপদেষ্টার দপ্তরও তেমনটাই মনে করছে। প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ইউনূস-তারেক বৈঠকে জাতীয় নির্বাচনসহ সব ইস্যুতে আলোচনার সুযোগ আছে।
কালের কণ্ঠ
নড়াইলে শিক্ষার্থীর ঘরে ‘স্নাইপার রাইফেল’
গত রবিবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে সোহান মোল্যার (২৬) বাড়িতে অভিযান চালিয়ে একটি অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী। সোহান ওই গ্রামের আবুল কালাম মোল্যার ছেলে। উদ্ধারকৃত অস্ত্র স্নাইপার রাইফেল বলে জানিয়েছে সেনাবাহিনী।
পরে সেটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বণিক বার্তা
রেমিট্যান্সের প্রবৃদ্ধি ২৭% হলেও ব্যাংক আমানত ৪ শতাংশের ঘরে
দেশে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহে উচ্চ প্রবৃদ্ধি চলছে। চলতি অর্থবছরের শুরু থেকে অব্যাহত প্রবৃদ্ধির এ হার ২৭ শতাংশেরও বেশি। প্রবাসী পরিবারগুলোর ব্যয় নির্বাহের পর রেমিট্যান্সের উদ্বৃত্ত অর্থ আমানত হিসেবে ব্যাংকে জমা থাকার কথা। তবে ব্যাংক খাতের আমানত প্রবৃদ্ধির চিত্রে সেটি লক্ষ্য করা যাচ্ছে না।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) দেশে ২ হাজার ১৭৮ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশী মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ২ লাখ ৬৬ হাজার কোটি টাকা। রেমিট্যান্স হিসেবে আসা এ অর্থের এক-তৃতীয়াংশও ব্যাংকে আমানত হিসেবে জমা হলে তা ৮৮ হাজার কোটি টাকার বেশি হওয়ার কথা। কিন্তু এ সময়ে দেশের ব্যাংক খাতে মাত্র ৭৫ হাজার ৮১৪ কোটি টাকার আমানত বেড়েছে। যেখানে ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে ব্যাংকে আমানত বেড়েছিল ৮০ হাজার ৭৯২ কোটি টাকা। অর্থাৎ আগের তুলনায় চলতি অর্থবছর ৪ হাজার ৯৭৮ কোটি টাকার আমানত কম বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে আমানত স্থিতি বেড়েছে ৪ দশমিক ৩৫ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ে ৫ দশমিক শূন্য ৬ শতাংশ হারে আমানত বেড়েছিল।
আরও পড়ুন
কালের কণ্ঠ
সড়ক দুর্ঘটনায় ১৫২০ ও কোরবানিতে আহত ১৩৮ রোগী ভর্তি
কোরবানির ঈদের আগে এক দিন ও পরের চার দিনে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র বা পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে এক হাজার ৫২০ জন। এর মধ্যে ভর্তি হয়েছে ৪২২ জন এবং অপারেশন লেগেছে ৪৬৬ জনের।
হাসপাতালটির পরিচালক ডা. মো. আবুল কেনান কালের কণ্ঠকে জানান, প্রথম তিন দিন মোটরসাইকেল দুর্ঘটনার রোগী ছিল বেশি। পরের দুই দিন অটোরিকশা দুর্ঘটনার রোগী বেশি আসে।
বণিক বার্তা
গণপরিবহনে অগ্রিম কর বেড়েছে প্রায় দ্বিগুণ, চাপ পড়বে যাত্রীসেবায়
বাণিজ্যিকভাবে পরিচালিত ৫২টির বেশি আসনবিশিষ্ট বাস সারা বছর যত আয়ই করুক ২০২৫-২৬ অর্থবছর থেকে বছরে একবার ২৫ হাজার টাকা অগ্রিম কর দিতে হবে। এ ধরনের যানবাহনের ক্ষেত্রে চলতি অর্থবছর দিতে হচ্ছে ১৬ হাজার টাকা। ৫২টির অধিক আসন নয় এমন বাসের ক্ষেত্রে দিতে হবে ২০ হাজার টাকা। চলতি অর্থবছরে দিতে হচ্ছে সাড়ে ১১ হাজার টাকা। ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরের চেয়ে এ করহার প্রায় দ্বিগুণ বেড়েছে। এতে যাত্রীর ওপর খরচের চাপ পড়তে পারে। যাত্রী নিরাপত্তা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন, যাত্রীর নিরাপত্তায় বরাদ্দ না বাড়িয়ে কেবল করহার বাড়ানো কাম্য হতে পারে না। তবে এনবিআরের দাবি যাত্রীর ওপর চাপ পড়বে না।
সমকাল
চামড়ার দাম নিয়ে শত প্রশ্ন এবং একটি ‘লবণরেখা’
কোরবানির পশুর চামড়া নিয়ে প্রতিবছর কেন একই রকম পরিস্থিতি তৈরি হয়? সাধারণ কোরবানিদাতা ও মৌসুমি ছোট ব্যবসায়ীরা কেন বলেন, চামড়ার ন্যায্য দাম পাননি? কেন কিছু কিছু এলাকা থেকে চামড়া ফেলে দেওয়া বা মাটিতে পুঁতে ফেলার খবর আসে? কেন বিভিন্ন এলাকায় চামড়া পচে যায়, নষ্ট হয়?
এর বিপরীতে প্রতিবছর ব্যবসায়ীরা কেন বলেন, সরকারের বেঁধে দেওয়া দামে চামড়া কিনেছেন তারা। সরকার কেন বলে, এবার সবচেয়ে বেশি দামে চামড়া বিক্রি হয়েছে। যারা সঠিক দাম পাননি বলে অভিযোগ করেন, তাদের ব্যাপারে কেন বলা হয়, তারা সময়মতো আড়তে না এনে চামড়া নষ্ট করে ফেলেছেন। তাই বিক্রি হয়নি।
আজকের পত্রিকা
১৪ কিমি উড়ালসড়ক: ১৫৩ কোটি টাকা ছাড়ের পর বাতিল হচ্ছে প্রকল্প
কিশোরগঞ্জে হাওরের নাকভাঙা থেকে মরিচখালী হয়ে মিঠামইন পর্যন্ত ১৪ কিলোমিটার দীর্ঘ একটি দৃষ্টিনন্দন উড়ালসড়ক নির্মাণের উচ্চাভিলাষী প্রকল্প বাতিল করেছে সরকার। কিন্তু তার আগেই প্রকল্পটির ১৫৩ কোটি ৪৫ লাখ টাকা ছাড় হয়ে গেছে। এই প্রকল্পের মোট ব্যয় নির্ধারিত হয়েছিল ৫ হাজার ৬৫১ কোটি টাকা।
সেতু বিভাগের অধীনে চলমান, প্রক্রিয়াধীন এবং পরিকল্পনাধীন বৃহৎ প্রকল্পসংক্রান্ত একটি পর্যালোচনা সভা হয়েছে গত ২৭ এপ্রিল। সেই সভায় কিশোরগঞ্জ জেলার এই উড়ালসড়ক নির্মাণ প্রকল্প বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। ওই সভায় সভাপতির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ওই উড়ালসড়ক নির্মাণ প্রকল্প সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেন। এ প্রকল্প গ্রহণের ফলে হাওর অঞ্চলের জলাভূমিতে বিরূপ প্রভাবের আশঙ্কা রয়েছে মর্মে পরিবেশবাদীরা সোচ্চার হয়েছেন বলে জানান তিনি।
যুগান্তর
সিলেটের কানাইঘাটের সীমান্তবর্তী ‘লোভা নদী’র জব্দকৃত এক কোটি ৫ হাজার ঘনফুট পাথর নিলামে সাগরচুরির ঘটনা ঘটেছে। প্রায় ৫৬ লাখ ঘনফুট পাথর গোপন করে একটি সিন্ডিকেটের কাছে নিলাম সম্পন্ন করে খনিজসম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)। গোপন করা এই পাথরের দাম স্থানীয় পর্যায়ে প্রায় শতকোটি টাকা। বিএমডির একাধিক কর্মকর্তার যোগসাজশে ৪৪ লাখ ঘনফুট পাথর ২১ কোটি টাকায় নিলাম কার্যকর করা হয়েছে। পাথর জব্দ করার ৫ বছর পর আওয়ামী লীগ নেতা পলাশ সিন্ডিকেটের কাছে পানির দরেই নিলাম করা হলো। উচ্চ আদালত রহস্যজনক এই নিলাম কার্যকারিতায় স্থগিতের আদেশ দিয়েছিলেন। তাও মানা হয়নি।