আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) পরিচালিত ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ দখ‌লে নি‌য়েছে ইসরায়েল। দেশ‌টির এমন কর্মকাণ্ড বিশ্ব‌কে লজ্জায় ফে‌লে‌ছে বলে মন্তব‌্য ক‌রে‌ছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান।

বুধবার (১১ জুন) এক বিবৃতিতে এ মন্তব‌্য ক‌রেন তিনি। 

রাষ্ট্রদূত ব‌লেন, যারা মানবতা, বেসামরিক নাগরিক এবং শিশুদের বিরুদ্ধে চলমান ভয়াবহ যুদ্ধে কোনো সাড়া দিতে ব্যর্থ হয়েছেন, তারা এখন ম্যাডলিনকে কেন্দ্র করে বিব্রতবোধ করছেন।

রাষ্ট্রদূত আরও বলেন, গাজা ও এর জনগণের পাশে দাঁড়িয়ে ম্যাডলিন কেবল একটি ত্রাণ মিশন নয়। সংহতি আন্দোলনের সূচনা, যা শেষ হবে না।

সম্প্রতি ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন ফিলিস্তিনিদের জন্য ত্রাণ নিয়ে রওনা ক‌রে। জাহাজটি ইতালি থেকে যাত্রা শুরু করেছিল গাজার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ত্রাণসামগ্রী, চিকিৎসা সরঞ্জাম, খাবার, শিশুদের দুধ ও পানি বিশুদ্ধকরণ কিট নিয়ে। ৯ জুন রাতে জাহাজটি দখলে নেয় ইসরায়েল। 

এনআই/এমএসএ