স্পেনের মন্ত্রী পরিষদের মহাপরিচালক সা‌র্জিও কু‌য়েস্টার সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করেছেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান।

সম্প্রতি স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হওয়া সাক্ষাৎ নি‌য়ে মাদ্রিদের বাংলাদেশ দূতাবাস জানায়, স্পেনের মন্ত্রী পরিষদের মহাপরিচালক সা‌র্জিও কু‌য়েস্টার সঙ্গে সম্প্রতি দেশ‌টির পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান সাক্ষাৎ করেছেন। তারা পারস্প‌রিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয় নি‌য়ে আলোচনা ক‌রেন।

প্রসঙ্গত, স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান গত ৩০ এপ্রিল মাদ্রিদের রয়েল প্যালেসে দেশটির রাজা ফেলিপ-ষষ্ঠের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।

এনআই/এসআইআর