ফাঁকা ঢাকায় ঈদের আমেজ, রমনায় বিনোদনপ্রেমীদের ভিড়
ঈদ উদযাপন করতে গ্রামের বাড়িতে যাওয়ার মন থাকলেও কাজের কারণে অনেকেই যেতে পারেননি। আবার কিছু মানুষ আগেভাগেই বাড়ি থেকে ফিরেছেন ঢাকায়। ফাঁকা ঢাকায় ঈদের ছুটির শেষ মুহূর্ত আনন্দময় করতে ঘুরতে বের হয়েছেন তাদের কেউ কেউ। এসেছেন ঢাকার ফুসফুস হিসেবে পরিচিত রমনা পার্কে। দূষিত শহরটির বুকে বিশুদ্ধ বাতাস আর প্রশান্তির আয়োজন করে বসে আছে সবুজ-শ্যামল পার্কটি।
ঘুরতে বের হওয়া নগরবাসীর ভাষ্য, ঢাকা এখনো ফাঁকা। ঢাকার রাস্তায় এই স্বস্তিকর পরিবেশে সব সময় মেলে না। সেজন্য ঈদের শেষ সময়ের ছুটিতে ঢাকার বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে বেরিয়েছেন তারা।
বিজ্ঞাপন
আজ (বৃহস্পতিবার) বিকেলে রমনা পার্কে আগতদের মধ্যে বিশেষ আকর্ষণ ছিল শিশুদের উপস্থিতি।
বিজ্ঞাপন
রমনা পার্কে কথা হয় ব্যবসায়ী জাহাঙ্গীর কবিরের সঙ্গে। পরিবার সঙ্গে নিয়ে ঘুরতে বের হয়েছেন তিনি। জাহাঙ্গীর কবির বলেন, বের হওয়ার জন্য আলাদাাভাবে সময় পাই না। রাস্তায়ও জ্যাম থাকে। ঈদের ছুটিতে রাস্তাঘাট ফাঁকা। তাই বের হয়েছি।
ধানমন্ডির বাসিন্দা মো. ইয়াকুব দুই সন্তান নিয়ে রমনা পার্কে ঘুরতে এসেছেন। তিনি বলেন, পরিবার নিয়ে এবার গ্রামের বাড়ি যাওয়া হয়নি। ঈদের পর থেকে বের হব হব করে হচ্ছিল না। আজ পরিবার নিয়ে রমনা পার্কে চলে এসেছি ঘুরতে। বাচ্চারা বিভিন্ন রাইডে উঠে খুব খুশি। বাচ্চারা অনেক আনন্দ করেছে।
রমনা পার্কে ঘুরতে আসা যুগলদের প্রধান আকর্ষণ ছিল লেকে নৌকা ভ্রমণ। সুসজ্জিত নৌকায় আধা ঘণ্টা ভ্রমণে ৩০০ টাকা গুনতে হচ্ছে।
এক যুগল জানান, নৌকা ভ্রমণের টাকাটা বেশি রাখা হচ্ছে। আধা ঘণ্টার জন্য ৩০০ টাকা নিয়ে গেল। ফি আরও কম হলে ভালো হতো।
এনআই/এমএ