প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

গুম করা হতো তিনটি ধাপে

শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনামলে ভিন্নমত পোষণকারী ব্যক্তিদের কীভাবে গুম করা হতো, সেটি গুমসংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে। কমিশন বলেছে, ‘তিন স্তরের পিরামিড’–এর মাধ্যমে গুমের বিষয়টি বাস্তবায়ন করা হতো।

এই পিরামিডের সর্বোচ্চ স্তরে ছিল ‘কৌশলগত নেতৃত্ব’। যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিগত আওয়ামী লীগ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা ছিলেন।

বণিক বার্তা

নোনাপানি সহনশীল হচ্ছে এডিস মশা, ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে উপকূলবাসী

হঠাৎ করেই উপকূলীয় জেলা বরগুনা ও বরিশালে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরের জানুয়ারি থেকে গত সাড়ে পাঁচ মাসে বরগুনা জেলায় ডেঙ্গু সংক্রমণ সর্বোচ্চ। আশঙ্কাজনকভাবে বেড়েছে মৃত্যুও। বরগুনাসহ উপকূলীয় জেলাগুলোয় নোনাপানি সহনশীল এডিস মশার বৃদ্ধিই এর কারণ বলে মনে করছেন কীটতত্ত্ব ও অনুপ্রাণ বিশেষজ্ঞরা।

কালের কণ্ঠ

দেশজুড়ে ভোটের হাওয়া

দেশজুড়ে এখন প্রধান আলোচনার বিষয় নির্বাচন। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসের প্রথামার্ধেই হতে যাচ্ছে—এমন খবরে জনমনে এক ধরনের স্বস্তি দেশের সর্বত্র। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় জনসংযোগ বাড়িয়েছেন। শোভাযাত্রাও হচ্ছে।

বণিক বার্তা

এলএনজি সরবরাহ সংকটে পড়তে পারে বাংলাদেশ

ইরান ও ইসরায়েলের সংঘর্ষে নতুন করে উত্তপ্ত মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি। এর জেরে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও জ্বালানি তেল সরবরাহে ব্যাপক ধাক্কা খাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। কেননা পাল্টা পদক্ষেপ হিসেবে পথটি বন্ধ করে দেয়ার ঘোষণা এসেছে তেহরানের পক্ষ থেকে। যদি সত্যিই বিশ্বের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এ সামুদ্রিক পথ বন্ধ করে দেয়া হয় তবে বৈশ্বিক জ্বালানি সরবরাহের পাশাপাশি সারা বিশ্বের অর্থনীতির ওপরই পড়বে তীব্র নেতিবাচক প্রভাব। বিশ্বজুড়ে নতুন করে বাড়িয়ে তুলতে পারে মূল্যস্ফীতি। এর আঁচ এড়াতে পারবে না বাংলাদেশও। কারণ কাতার থেকে কেবল হরমুজ প্রণালি দিয়েই এলএনজি আমদানি করতে হয়।

কালের কণ্ঠ

দীর্ঘ সময় কাজ বন্ধ থাকায় নষ্ট হচ্ছে নির্মাণসামগ্রী

শেয়ার নিয়ে বিদেশি ঠিকাদারদের বিরোধে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ প্রথম দফা বন্ধ হয়। ওই বছরের ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর ধীরগতিতে আবার কয়েক মাস কাজ চলে। কিন্তু পাঁচ মাস ধরে আবারও প্রকল্পটির নির্মাণকাজ বন্ধ রয়েছে। এ সময় গুরুত্বপূর্ণ এই প্রকল্পে কোনো নির্মাণ শ্রমিককে কাজ করতে দেখা যায়নি।

সমকাল

মামলা যাচ্ছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

জুলাই-আগস্টের আন্দোলনের সময় সংঘটিত হত্যা, হত্যাচেষ্টাসহ ফৌজদারি অপরাধের বিভিন্ন মামলা বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হচ্ছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ ধরনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। ওই সব ট্রাইব্যুনালের আইন কর্মকর্তা ও বিচার সংশ্লিষ্ট কর্মকর্তাদের মৌখিকভাবে এ তথ্য অবহিত 
করা হয়েছে।

প্রথম আলো

নির্যাতনের শিকার নারীর গড় চিকিৎসা ব্যয় ২,৫১২ টাকা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এক তরুণী যৌতুকের টাকার জন্য স্বামীর হাতে প্রায়ই নির্যাতনের শিকার হতেন। স্বামী একবার তলপেটে এমন জোরে লাথি দিয়েছিলেন যে তাঁকে দুদিন হাসপাতালে থাকতে হয়েছিল। 

ঘটনাটি ২০২৩ সালের। ওই তরুণী মায়ের কাছ থেকে শুনেছেন, তাঁর চিকিৎসা করাতে ৫ থেকে ৬ হাজার টাকা ব্যয় হয়। প্রথম আলোকে তিনি বলেছিলেন, নির্যাতনের কারণে দুই বছরের বেশি সংসার করতে পারেননি তিনি। 

যুগান্তর

হত্যাকাণ্ডের ৩৯ শতাংশই রাজনৈতিক দ্বন্দ্বে

রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গত ২৫ মে রাতে সংঘটিত ওই হত্যাকাণ্ডে এখনো কাউকেই গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্বজনদের দাবি, রাজনৈতিক কারণে হত্যা করা হয়েছে বিএনপির এ নেতাকে। এর আগে গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিল থানাধীন নয়াটোলা মোড়ল গলিতে গুলিবিদ্ধ হন মতিঝিল থানার ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য মো. আরিফ সিকদার। ঢামেক হাসপাতালের আইসিইউতে দুদিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে মারা যান তিনি। একই দিনে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে রাজধানীর বনানীতে খুন হন ছাত্রদলকর্মী পারভেজ।

প্রথম আলো

কেন এবার একসঙ্গে পেকে যাচ্ছে ক্ষিরশাপাতি, আম্রপালি, ল্যাংড়া

আগে আম্রপালি গাছ থেকে পাড়া হবে, তারপর রাঙ্গুয়াই জাতের আম। খাগড়াছড়িসহ পাহাড়ের বিভিন্ন অঞ্চলে এটাই ছিল রীতি। রাঙ্গুয়াই জাতের আমটির উৎপাদন পার্বত্য চট্টগ্রামে ব্যাপক হারে হয়। এ জাতটি পাহাড়কে এখন আমের নেতৃত্ব দেওয়ার আসনে নিয়ে যাচ্ছে প্রায়।

এবার কিন্তু রাঙ্গুয়াই আর আম্রপালি পাড়ার সময়ের হিসাব মিলছে না। সাধারণত ১০ থেকে ১২ জুন পাহাড়ে আম্রপালি পাড়া হয়। খাগড়াছড়ি সদর উপজেলার আমের ব্যবসায়ী জ্ঞানজ্যোতি চাকমা বলছিলেন, এবার সব উল্টোপাল্টা হয়ে গেছে। রাঙ্গুয়াই আগে পাড়তে হচ্ছে। এর মধ্যে আবার আম্রপালি পেকে গেছে।