ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে মাকে দেখে ফেরার পথে গোপালগঞ্জের কাশিয়ানী গোপীনাথপুর এলাকায় বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন ছেলে মনির হোসেন (৪৩)। তিনি খুলনায় একটি বেসরকারি ইন্টারনেট কোম্পানিতে চাকরি করতেন।

শনিবার (১৪ জুন) বিকেল তিনটার দিকে কাশিয়ানী থানার গোপীনাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।

নিহত মনির হোসেনের স্ত্রীর বড় ভাই মো. জামাল বলেন, গত তিন দিন আগে মনিরের অসুস্থ মাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। শনিবার মাকে দেখে খুলনার দিকে যাওয়ার সময় গোপালগঞ্জের কাশিয়ানীর গোপীনাথপুর এলাকায় ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে মনির আহত হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে এলে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

মো. জামাল আরও জানান, নিহত মনির খুলনায় বেসরকারি ইন্টারনেট গেটকো অনলাইনে চাকরি করতো। তার বাড়ি খুলনা জেলার সোনাডাঙ্গা থানার শেখপাড়া স্টাফ কোয়ার্টার এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন জানান, শনিবার গোপালগঞ্জের গোপীনাথপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত মনির হোসেন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমরা তার মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠাই। পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

এসএএ/জেডএস