চলতি বছর রূপপুরের প্রথম ইউনিট চালুর আশা
চলতি বছরের শেষ নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু হবে বলে আশা করছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন।
রাশিয়া দিবস উদযাপন নিয়ে ঢাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানে রোববার (১৫ জুন) এ প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রদূত।
বিজ্ঞাপন
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
উপদেষ্টা তার বক্তব্যে রাশিয়া-বাংলাদেশ সম্পর্কের দৃঢ় ভিত্তির কথা স্মরণ করেন এবং জ্বালানি ও কৃষি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ সময় রাষ্ট্রদূত খোজিন বক্তব্যে রাশিয়ার বিশাল প্রাকৃতিক সম্পদ, বৈজ্ঞানিক সম্ভাবনা এবং সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেন।
এনআই/এমএন