মাদক নিয়ে দ্বন্দ্ব : গুলিবিদ্ধ কারবারির মৃত্যু
রাজধানীর বাড্ডায় মাদক কারবারিদের গুলিতে আনোয়ার হোসেন নামে এক শীর্ষ মাদক কারবারি নিহত হয়েছেন। নিহত আনোয়ার হোসেন ১১ মামলার আসামি।
গত ৮ মে গুলিবিদ্ধ হন আনোয়ার। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল রোববার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।
বিজ্ঞাপন
আনোয়ার হোসেনের ভাগিনা সিনবাদ বলেন, আমার মামা ইয়াবা ব্যবসা করতেন। এটা নিয়ে অন্য গ্রুপের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় গত ৮ মে রাতে বাড্ডার ভূঁইয়া বাড়ির মোড় এলাকায় মামাকে ৫ রাউন্ড গুলি করা হয়। এতে ৪ রাউন্ড গুলি তার শরীরের বিভিন্ন জায়গায় লাগে। এই ঘটনায় অংশ নেয় মাদক কারবারি নুরা, তুহিন, রাসেল, হেলাল, নয়ন, শুটার সালাউদ্দিন, কাইল্লা ইউসুফ, দেলোয়ার, শাওন, রতন ও ফর্মা সুমন।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আমরা এই গুলির ঘটনাটি জানতাম না। গতকাল রোববার আমরা ঘটনার বিষয়টি জানতে পারি। তারপর আমরা ঢাকা মেডিকেলে আসি। পরে জানতে পারি মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে অন্য গ্রুপ তাকে গুলি করে। তার বিরুদ্ধে একটি মারামারি ও ১০টি মাদকের মামলা রয়েছে। এই ঘটনায় বাড্ডা থানা একটি মামলা (মামলা নং-১৫) দায়ের হয়েছে।
বিজ্ঞাপন
এসএএ/এমএ