ইরান-ইসরাইল সংঘাত
লেবানন প্রবাসীদের চলাফেরায় সতর্কতা
ইরান-ইসরাইল যুদ্ধ পরিস্থিতিতে লেবাননে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের চলাফেরায় সতর্কতা অবলম্বন করার জন্য আহ্বান জানিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।
সোমবার (১৬ জুন) বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে উদ্ভূত বিশেষ পরিস্থিতিতে লেবাননে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের চলাফেরায় সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিশেষ করে রাতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
লেবাননে স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক জারি করা সতর্কতামূলক বার্তা অনুসরণ করার জন্য সবাইকে অনুরোধ করা হলো।
বিশেষ প্রয়োজনে দূতাবাসের নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ফ্রন্টডেস্ক- ৭১২১৭১৩৯, হটলাইন- ৭০৬৩৫২৭৮ অথবা হেল্পলাইন নম্বর- ৮১৭৪৪২০৭।
এনআই/এমজে