চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া কিডনি রোগী শফিউল ইসলাম (৭৫) নামে একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায়।

চট্টগ্রাম সিভিল সার্জন  ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, ওই রোগী পোস্ট অপারেটিভ জটিলতা এবং কিডনি ফেইলিউর নিয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি হন। একাধিকবার ডায়ালাইসিস গ্রহণ করেন। পরবর্তীতে তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হন। কিন্তু তিনি স্বেচ্ছায় হাসপাতাল থেকে চলে যান। বাড়িতে ওনার মৃত্যু হয়েছে। কোভিড-১৯ রোগীদের আমরা নিয়মিত তদারকি করে থাকি। সোমবার (১৬ জুন) ফোন দিলে পরিবারের সদস্যরা তার মৃত্যু হয়েছে বলে আমাদের নিশ্চিত করেছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১২০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের ৭ জন এবং তিনজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ৪ জুন থেকে চট্টগ্রামে এ পর্যন্ত ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২২ জন নগরের এবং ৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এমআর/এমএ