বিদেশে জনশক্তি নিয়োগ সংক্রান্ত কার্যাবলির সমন্বয় সাধন, বর্তমান শ্রমবাজার সম্প্রসারণ ও নতুন শ্রমবাজার অন্বেষণে দিকনির্দেশনা দিতে এ সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলকে ১১ সদস্যের এ কমিটির আহ্বায়ক করা হয়েছে।

সম্প্রতি এ কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

কমিটি বিদেশে জনশক্তি নিয়োগ সংক্রান্ত কার্যাবলির সমন্বয় সাধন, বর্তমান শ্রমবাজার সম্প্রসারণ ও নতুন শ্রমবাজার অন্বেষণে দিকনির্দেশনা, বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় সুপারিশ প্রণয়ন, অভিবাসী কর্মীদের সামগ্রিক কল্যাণ সংক্রান্ত সুপারিশ প্রণয়ন এবং সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন নিশ্চিতে অভিবাসন প্রক্রিয়ার সব পর্যায়ে সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়ে সুপারিশ প্রণয়ন করবে।

এ ছাড়া, অভিবাসন প্রত্যাশী কর্মীদের দক্ষতা উন্নয়নের বিষয়ে সুপারিশ প্রণয়ন, বৈধপথে রেমিট্যান্স বৃদ্ধির বিষয়ে সুপারিশ প্রণয়ন, বিদেশ ফেরত কর্মীদের রি-ইন্টিগ্রেশন প্রক্রিয়ায় অন্তর্ভুক্তকরণের সুপারিশ প্রণয়ন এবং উপযুক্ত বিষয়াবলির সঙ্গে সম্পর্কিত অন্য যে কোনো বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সুপারিশ দেবে এ কমিটি।

এসএইচআর/এমজে