কারাগার সংশ্লিষ্ট যেকোনো তথ্য বা যোগাযোগের প্রয়োজন হলে এখন থেকে সরাসরি হটলাইন নম্বরে যোগাযোগ করা যাবে। নতুন চালু হওয়া হটলাইন নম্বরটি হলো ১৬১৯১।

সোমবার (১৬ জুন) কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বন্দির সাক্ষাৎ, অবস্থান, শাস্তি সংক্রান্ত তথ্য কিংবা যেকোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগের বিষয়েও এই হটলাইন নম্বরে তাৎক্ষণিক সাড়া পাওয়া যাবে।

জনসাধারণের সুবিধার্থে এই হটলাইন চালু করা হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।

এমএসি/জেডএস