কোস্টগার্ড সদস্য পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে মুন্সিগঞ্জের পদ্মা সেতু সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (১৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, গত ১২ জুন (বৃহস্পতিবার) মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর ওজন স্কেল এলাকায় তিনজন ব্যক্তি- আলামিন সরকার, মিঠু মিয়া ও আল-আমিন মিয়া বাংলাদেশ কোস্টগার্ডের সদস্য পরিচয় দিয়ে একটি ট্রাক থামিয়ে চাঁদা দাবি করে।

এ সময় পদ্মা সেতু কর্তৃপক্ষের পেট্রোল টিম ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা ট্রাকের লাইনম্যানের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। 

তদন্তে জানা যায়, এই চক্র দীর্ঘদিন ধরে কোস্টগার্ড পরিচয়ে চাঁদাবাজি করছিল এবং চোরাকারবারিদের কাছে কোস্ট গার্ডের চলাচল ও কার্যক্রম সংক্রান্ত তথ্য পাচার করছিল।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার সকাল ৮টায় কোস্ট গার্ডের পদ্মা কম্পোজিট স্টেশন একটি বিশেষ অভিযান চালিয়ে চক্রের অন্যতম সদস্য আলামিন সরকারকে (২৮) আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং তার দুই সহযোগীর নামও প্রকাশ করেন।

আটক আলামিন মুন্সিগঞ্জ জেলার পদ্মা (উত্তর) থানাধীন কান্দিপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা।

পরবর্তীতে আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে পদ্মা উত্তর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। চোরাচালান ও অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসি/এমএসএ