ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত
রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আলতাফ হোসেন সেলিম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ (বুধবার) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুলিশ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বিজ্ঞাপন
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, আলতাফ হোসেন (৬০) ডেমরা বাজার এলাকাতে থাকতেন। ভোরে নামাজ শেষে তিনি হাঁটতে বের হন। স্টাফ কোয়ার্টার ও চৌরাস্তার মধ্যবর্তী রাস্তায় হেঁটে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আলতাফ হোসেন। পরে খবর পেয়ে তার মৃতদেহ উদ্ধার করা হয় ও মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, ঘটনার পরপরই ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
ঢামেক/এনএফ