পাঁচ মাসে ১৫৮৭ হত্যা মামলা
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
মেঘনার ইলিশে প্লাস্টিকের কণা, মানুষের শরীরে প্রভাব কতটা
বাংলা ভাষায় ইলিশ–বন্দনায় ছড়া, কবিতা কিংবা গদ্যের কমতি নেই। রসরাজ অমৃতলাল বসুর এমন একটি ছড়া, ‘পাড়াতে কড়াতে কেহ মাছ ভাজে রাতে, রন্ধনে আনন্দ বাড়ে গন্ধে মন মাতে।...ভাতে মেখে খাও যদি ইলিশের তেল, কাজে দেবে যেন কডলিভার অয়েল।’
বিজ্ঞাপন
ইলিশের শুধু স্বাদ নয়, এর পুষ্টিগুণও এখানে স্পষ্ট। ‘জলের উজ্জ্বল শস্য’ ইলিশের স্বাদ থেকে বাঙালিকে দূরে রাখা দায়। ইলিশকে ‘জলের উজ্জ্বল শস্য’ বলেছিলেন বুদ্ধদেব বসু। কিন্তু সত্যিই যদি এই শস্য তার ঔজ্জ্বল্য হারায় দূষণে, তাহলে?
সাম্প্রতিক এক গবেষণায় দেখা যাচ্ছে, বাংলাদেশের নদীমুখে ধরা ইলিশে পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক কণা। শুধু তা-ই নয়, ইলিশের শরীরে বাসা বেঁধেছে ক্যাডমিয়াম, সিসা, পারদ, আর্সেনিকের মতো ভারী ধাতু।
বণিক বার্তা
বর্ধিত ব্যাংক আমানতের ৮৭ শতাংশই ঋণ হিসেবে নিয়েছে সরকার
দেশের ব্যাংকগুলোয় ২০২২ সালের জুন শেষে মোট আমানতের পরিমাণ ছিল ১৫ লাখ ৭৩ হাজার ৮২৩ কোটি টাকা। গত বছরের ডিসেম্বর শেষে তা বেড়ে ১৮ লাখ ৮৩ হাজার ৭১১ কোটি টাকায় দাঁড়ায়। সে হিসাবে এ সময়ের ব্যবধানে আমানত বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৮৮৮ কোটি টাকা। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আড়াই বছরে বর্ধিত এ আমানতের ৮৭ শতাংশই ঋণ হিসেবে নিয়েছে সরকার। তবে সে অর্থ উৎপাদনশীল ও জনকল্যাণমূলক খাতে তেমন অবদান রাখতে পারেনি, বরং সরকারের ঋণের বোঝা আরো বাড়িয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।
দেশ রূপান্তর
সব কারাগারে জ্যামারের ‘পেরেশানি’
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও এখনো কাক্সিক্ষত পরিবর্তন আসেনি চিহ্নিত কারাগারগুলোতে। কারাগারের ভেতরে চলছে মাদক কারবার থেকে শুরু করে অবাধে মোবাইল ফোনের ব্যবহার। প্রায় প্রতিটি কারাগারে জ্যামার সক্রিয় থাকার কথা থাকলে বাস্তবে তা দেখা যাচ্ছে না। বন্দিরা গোপনে প্রতিনিয়ত বাইরে কথা বলছে। এ নিয়ে পেরেশানিতে রয়েছে কারা কর্তৃপক্ষ। কারাগরের ভেতরে বন্দিদের অপরাধ রোধ করতে নানা কৌশল নিয়েও হিমশিম থেকে হচ্ছে। সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনেও উঠে এসেছে এসব তথ্য। তবে কারা কর্তৃপক্ষ সবকটি কারাগারে জ্যামার বসানোর পরিকল্পনা নিয়েছে। আগামী ছয় মাসের মধ্যে জ্যামার স্থাপন করার কথা রয়েছে।
সমকাল
জাতিসংঘের পারমাণবিক শক্তি পর্যবেক্ষণ সংস্থার (আইএইএ) প্রধান বলেছেন, ইসরায়েলের বিমান হামলার পর নাতাঞ্জে ইরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনায় তেজস্ক্রিয় ও রাসায়নিক– উভয় দূষণের শঙ্কা রয়েছে। রাফায়েল গ্রোসি বলেন, প্রধান উদ্বেগ হলো ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড নামক গ্যাস, যা সমৃদ্ধকরণের সময় ফ্লোরিন মিশ্রিত হয়ে সৃষ্টি হয়। এটি উদ্বায়ী। দ্রুত ছড়িয়ে পড়লে ত্বক পুড়িয়ে ফেলতে পারে। শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে এ গ্যাস শরীরের ভেতরে গেলে তা হতে পারে বড় ক্ষতির কারণ।
আরও পড়ুন
বণিক বার্তা
অরাজনৈতিক হত্যাকাণ্ডে ঢাকায় মাসে প্রাণ হারাচ্ছে ২০ জনের বেশি
রাজধানীর মোহাম্মদপুর পুলপাড় দুর্গামন্দিরের গলি। গত ১৫ মে সাতসকালে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন নুর ইসলাম। পেশায় আলোকচিত্রী এ যুবকের সঙ্গে থাকা দুটি ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয় বলে জানায় পুলিশ। কেবল নুর ইসলামই নন, প্রতি মাসেই কেবল ঢাকায় এমন অরাজনৈতিক হত্যার শিকার হচ্ছে ২০ জনের বেশি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিসংখ্যানে উঠে এসেছে এ তথ্য।
সমকাল
খরার গ্রাসে কৃষি, প্রাণ-প্রকৃতি
রাজশাহী অঞ্চলে গত ৫ বছরে আষাঢ় ছিল বৃষ্টিহীন। আমন ধানের জমি পানিতে ভরত না। খরায় জমি ফেটে চৌচির হয়ে যেত। পুড়ে যেত পাট ও গ্রীষ্মকালীন ভুট্টাক্ষেত। শুধু রাজশাহী নয়, দেশের ২২টি জেলা সাম্প্রতিক বছরগুলোতে এমন খরার কবলে পড়ে।
বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, লবণাক্ততাসহ প্রাকৃতিক দুর্যোগে কয়েক বছর ধরে নতুন করে যোগ দিয়েছে খরা। ধীরে ধীরে এ দুর্যোগ শুধু কৃষি উৎপাদন নয়– খাদ্য নিরাপত্তা, জীবনযাত্রা, পরিবেশ, পানিসম্পদ ও জনস্বাস্থ্যের ওপর হুমকি হয়ে দাঁড়িয়েছে। অথচ জাতীয় পর্যায়ে এখনও খরাকে স্বতন্ত্র দুর্যোগ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি।
আজকের পত্রিকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে মাঠ প্রশাসন ঠিক করতে পারে অন্তর্বর্তী সরকার। এমনটাই ধারণা জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের। তাঁরা বলছেন, এমন ভাবনার কারণেই ২১ জন জেলা প্রশাসক (ডিসি) তিন মাস আগে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেও তাঁদের ডিসি পদ থেকে প্রত্যাহার করা হয়নি। মাঠ প্রশাসনে রদবদলের কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না।
কালের কণ্ঠ
দেশে খুনাখুনি বেড়েই চলেছে। পুলিশ সদর দপ্তরের গত পাঁচ মাসের অপরাধসংক্রান্ত পরিসংখ্যান পর্যালোচনায় দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে দেশের বিভিন্ন থানায় এক হাজার ৫৮৭টি হত্যা মামলা করা হয়েছে। গত বছরের একই সময়ে হত্যা মামলা হয়েছিল এক হাজার ২৬৫টি। এই হিসাবে গত বছরের চেয়ে এ বছরের প্রথম পাঁচ মাসে ৩২২টি বেশি হত্যা মামলা করা হয়েছে।
যুগান্তর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জটিল সমীকরণে রূপ নিচ্ছে ভোটের রাজনীতি। দলের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়ার পর এখন দৃশ্যপটে নেই আওয়ামী লীগ। এজন্য রাজনৈতিক দলগুলোর হিসাব-নিকাশও নতুনভাবে সাজানো হচ্ছে। আগামী ফেব্রুয়ারিকে ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলগুলো।
দেশ রূপান্তর
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাকর্মীদের বৈচারিক প্রক্রিয়া শুরু হয়েছে। একে ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাশকতার শঙ্কা রয়েছে বলেও জানা গেছে।
সোমবার সকালে রাজধানীর শিশু একাডেমিসংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞাও দিয়েছে ডিএমপি।
কালবেলা
বহুল আলোচিত জুলাই সনদ নিয়ে নানামুখী সমীকরণ হচ্ছে রাজনীতিতে। বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, তারা সনদের বিষয়বস্তু দেখেই তাতে সই করবেন। জামায়াতে ইসলামীসহ অন্য দলগুলো বলছে—ওই সনদের আলোকেই হতে হবে আগামী নির্বাচন। অন্যদিকে, অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের দল এনসিপি বলছে, নব্বইয়ের তিন জোটের রূপরেখার মতো জুলাই সনদের পরিণতি দেখতে চায় না তারা। অর্থাৎ জুলাই ঘোষণাপত্র নিয়ে এখন পর্যন্ত একমত হতে পারেনি রাজনৈতিক সংগঠনগুলো। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতসহ অন্যান্য ইসলামী দল মোটামুটি একই সুরে কথা বললেও তাদের সঙ্গে দেশের অন্যতম বড় দল বিএনপির মতপার্থক্য রয়েছে। ফলে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অর্থাৎ জুলাইয়ের মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণা করা সম্ভব হবে কি না, তা নিশ্চিত নয়। তবে এরই মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র নিয়ে সরকারের ওপর আরও চাপ তৈরি হচ্ছে। জুলাই সনদ ও ঘোষণাপত্র নিয়ে দলগুলোকে এক কাতারে আনতে আজ মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী ফের বৈঠকে বসছে ঐকমত্য কমিশন। বিশেষজ্ঞরা মনে করেন, জুলাই-আগস্টের অভ্যুত্থান মনে রাখতে এই সনদের বিকল্প নেই।