চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার বালুচরা এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় রিয়াদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ জুন) ভোর রাত সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ভোররাতে বালুচরা এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ওই যুবক আহত হন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমআর/এমএন