ভারতের সঙ্গে কনস্যুলার সংলাপের লিখিত প্রস্তাব দিয়েছে বাংলাদেশ
বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে মানুষকে ঠেলে পাঠানো (পুশ ইন) অব্যাহত রেখেছে ভারত। এটি বন্ধের উদ্যোগ হিসেবে ভারতের সঙ্গে কনস্যুলার সংলাপের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী।
বিজ্ঞাপন
আরও পড়ুন
তিনি বলেন, আমরা লিখিতভাবে কনস্যুলার সংলাপের প্রস্তাব দিয়েছি এবং আমরা আশা করছি ভবিষ্যতে কনস্যুলার সংলাপটি হবে।
বিজ্ঞাপন
রুহুল আলম বলেন, ভারতের সঙ্গে আরও কিছু বিষয় লেনদেন হচ্ছে। আমরা ওদের বন্যা পূর্বাভাসের প্রকৃত তথ্য জানানোর জন্য বলেছি। উজানের আরও কিছু পয়েন্টের তথ্য চেয়েছি। সেগুলো নিয়ে নিয়মিত আলোচনা চলছে।
এনআই/এমজে