মালিবাগ রেলগেট এলাকা

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ইঞ্জিনের নিচে কাটা পড়ে এসিআই লিমিটেডের দুই বিক্রয়কর্মীর মৃত্যু হয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নরুল ইসলাম (২৭) ও রাকিবুল ইসলাম (২৫)।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেকান্দর আলী ঢাকা পোস্টেকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নরুল ও রাকিবুল মালিবাগ রেলগেট এলাকায় রেল লাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। রেল লাইনের অপর পাশ দিয়ে একটি ট্রেন যাওয়ার সময় তাদের পেছন দিক থেকে কমলাপুরগামী একটি ট্রেনের ইঞ্জিন আসছিল। কেউই বিষয়টি খেয়াল না করায় ইঞ্জিনের নিচে কাটা পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এসআই সেকান্দর আলী জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  

এমএসি/এসআরএস