ঢাকায় ব্রিটিশ রাজার জন্মদিন উদযাপন
ঢাকায় রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উদযাপন করেছে ব্রিটিশ হাইকমিশন। বুধবার (১৮ জুন) রাজধানীর একটি হোটেল এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক অতিথিদের স্বাগত জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সারাহ কুক বলেন, বাংলাদেশে আমাদের বন্ধুবান্ধব, অংশীদার এবং পৃষ্ঠপোষকদের সঙ্গে রাজার আনুষ্ঠানিক জন্মদিন উদযাপন করা আমার জন্য সৌভাগ্যের। আমরা এ অনুষ্ঠানের জন্য জলবায়ু পরিবর্তন সহনশীলতা এবং টেকসই উন্নয়নের প্রতিপাদ্য বিষয় বেছে নিয়েছি। এ বিষয়গুলো রাজা ধারাবাহিকভাবে সমর্থন করে আসছেন, যা যুক্তরাজ্য-বাংলাদেশ অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ।
বিজ্ঞাপন
হাইকমিশনার বলেন, এ বছরের উদযাপনটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যতের পথে বাংলাদেশকে সমর্থন করার জন্য যুক্তরাজ্যের চলমান প্রতিশ্রুতিকেও প্রতিফলিত করে।
এনআই/এসএসএইচ