প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

হামলায় যুক্তরাষ্ট্রকে জড়াতে চায় ইসরায়েল, ইরানের হুঁশিয়ারি

ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকেও ইরানে হামলার বিষয়ে আলোচনা হয়েছে। এই পরিস্থিতিতে ইরানে হামলায় ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রও যোগ দেবে কি না, সেটা নিয়ে এখন আলোচনা হচ্ছে বেশি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন মন্তব্য ও তৎপরতায়ও সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়াতে পারে, এমন আলোচনা শুরু হয় কানাডায় জি-৭ সম্মেলন শেষ না করেই ট্রাম্প ওয়াশিংটনে ফিরে আসায়। ট্রাম্প দেশে ফিরেই যুক্তরাষ্ট্র সময় মঙ্গলবার জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকেন। মন্ত্রিসভার সদস্য, সামরিক নেতৃত্ব ও উপদেষ্টাদের সঙ্গে ট্রাম্পের ৮০ মিনিটের এই বৈঠকে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে কি না, সেই আলোচনা হয়।

দেশ রূপান্তর

আড়াই লাখ মানুষের স্বপ্ন ঝাপসা

চায়না ইকোনমিক জোনের নামে অধিগ্রহণ করা ৪২০ কোটি টাকার জায়গা অলস পড়ে আছে প্রায় ৯ বছর ধরে। বিশেষ এই অর্থনৈতিক জোনকে ঘিরে আড়াই লাখ মানুষের কর্মসংস্থানসহ অর্থনৈতিক সমৃদ্ধির যে স্বপ্ন দেখা গিয়েছিল তাও ঝাপসা হয়ে আসছে। প্রধান উপদেষ্টার চীন সফরকে কেন্দ্র করে প্রকল্পটি নিয়ে নতুন করে প্রত্যাশা জাগলেও আগামী নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক ডামাডোলে ক্রমশ তা চলে যাচ্ছে দৃষ্টির বাইরে।

সমকাল

ইশরাকের মেয়র আন্দোলনে ভুগছে সোয়া কোটি নাগরিক

নিজেকে মেয়র দাবি করে আন্দোলন চালিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার সোয়া কোটি মানুষকে গাড্ডায় ফেলেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ৩৫ দিন ধরে সংস্থাটির কার্যক্রম বন্ধ থাকায় নাগরিক সেবা এক রকম শিকেয় উঠেছে। সমস্যা সমাধানে সরকারের তরফেও রা নেই। এ পটভূমিতে দক্ষিণ নগর ভবনের নাগরিক সেবায় হযবরল পরিস্থিতি তৈরি হয়েছে।

নগর ভবনে অচলাবস্থার কারণে বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে পুরোপুরি ভাটা পড়েছে। মশককর্মীদের ওষুধ সরবরাহ স্বাভাবিক রাখা যাচ্ছে না। এরই মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে শুরু করেছে। সড়কবাতি সংযোজন কার্যক্রম বন্ধ থাকায় ডিএসসিসির বেশির ভাগ এলাকায় রাত হলেই নেমে আসে ঘুটঘুটে আঁধার। ওইসব এলাকার মানুষ পথ চলতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভারী বৃষ্টির কারণে অনেক এলাকার রাস্তাঘাট ভেঙে কঙ্কালসার। সেগুলো মেরামত না করায় মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা।

কালের কণ্ঠ

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে চার পৌর এলাকা

ঢাকার বাইরে পৌর এলাকাগুলোতে এডিস মশার উপস্থিতি বেশি পাওয়া যাচ্ছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) সম্প্রতি চারটি পৌর এলাকায় জরিপ করে চারটিতে এডিস মশার ঘনত্ব বেশি পেয়েছে। এই চার পৌর এলাকা হলো ঝিনাইদহ, মাগুরা, পিরোজপুর ও পটুয়াখালী।

গতকাল বুধবার বিকেলে আইইডিসিআর অডিটরিয়ামে আয়োজিত ‘ডেঙ্গুর বাহকের কীটতাত্ত্বিক জরিপ ২০২৪-২৫ অবহিতকরণ সভায়’ এ তথ্য জানানো হয়েছে।

যুগান্তর

এনসিসি গঠনে মতবিরোধ

জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। রাষ্ট্রীয় ভারসাম্য তৈরির কথা বলে এনসিসির পক্ষে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। তবে দল দুটি এনসিসির গঠন প্রক্রিয়া নিয়ে কিছু ভিন্নমতের কথা বলেছে। অন্যদিকে এই কাউন্সিল হলে আরও একটি ভারসাম্যহীন অবস্থা হবে-এমন যুক্তি তুলে আপত্তি জানিয়েছে বিএনপিসহ বেশ কয়েকটি দল।

বুধবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা সংলাপের তৃতীয় দিনের আলোচনার পর সাংবাদিকদের একথা জানান নেতারা। নানা নাটকীয়তার পর কমিশনের এদিনের সভায় যোগ দেয় জামায়াত। তবে ঐকমত্য কমিশনের নিরপেক্ষতা নিয়ে আপত্তি তুলে সাময়িক সময়ের জন্য সভা বয়কট করে সিপিবি, গণফোরামসহ কয়েকটি দল।

প্রথম আলো

জুলাই গণঅভ্যুত্থান: ফ্ল্যাট পাবে শহীদদের পরিবার

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারকে বিনা মূল্যে ফ্ল্যাট দিতে প্রকল্প নিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। মোট ৮০৪টি ফ্ল্যাট তৈরিতে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে ৭৬২ কোটি টাকা। সরকারের কোষাগার থেকে এই ব্যয় করা হবে।

প্রকল্পটি বাস্তবায়ন করবে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, ফ্ল্যাটগুলো নির্মাণ করা হবে রাজধানীর মিরপুর ১৪ নম্বর সেকশনে একটি সরকারি জমিতে। প্রকল্পের আওতায় ৬টি ১৪ তলা ভবন ও ১০টি ১০ তলা ভবন নির্মাণ করা হবে।

কালের কণ্ঠ

কমছে আয় বাড়ছে দায়

ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব। বিনিয়োগে ভাটা। ব্যাংকিং খাতে অস্থিরতা। লাগামহীন সুদের হারে ব্যবসা-উদ্যোগে স্থবিরতা।

পতনে জেরবার পুঁজিবাজার। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। অর্থবছরের শেষ দিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে ফেলার প্রতিবাদে টানা কর্মবিরতি। এত সব বাধার মুখে বড় ধরনের রাজস্ব ঘাটতির মুখে সরকার।

সমকাল

ঢাকার ১৩ ওয়ার্ড, বাইরের চার এলাকা ডেঙ্গুর উচ্চঝুঁকিতে

ঢাকার বাইরে চার পৌর এলাকায় এডিস মশার উপস্থিতি বেশি পাওয়া যাচ্ছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) সম্প্রতি পাঁচটি পৌরসভা এলাকায় জরিপ করে চারটিতে এডিস মশার ঘনত্ব বেশি পেয়েছে। এই চার পৌরসভা হলো– ঝিনাইদহ, মাগুরা, পিরোজপুর ও পটুয়াখালী। এসব এলাকাকে ডেঙ্গুর উচ্চঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে সংশ্লিষ্টরা।

দেশ রূপান্তর

ঢাকার ১৫% বাড়িতে এডিসের লার্ভা

রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনের ১৫ শতাংশ বাড়িতেই ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এসব বাসাবাড়িতে মোট লার্ভার ২২ শতাংশই মিলেছে সিমেন্টের পানির ট্যাংকে।

এই দুই সিটির ১৩টি ওয়ার্ড ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। এসব এলাকায় গড় ব্রুটো ইনডেক্স ২০-এর বেশি এবং তিনটি ওয়ার্ডে সর্বোচ্চ ২৬.৬৭ ইনডেক্স পাওয়া গেছে।

দেশ রূপান্তর

রাজনৈতিক দ্বন্দ্বে উত্তপ্ত চার জেলা, আহত ৪১

রাজনৈতিক দ্বন্দ্বে চার জেলায় উত্তপ্ত পরিস্থিতি দেখা দিয়েছে। এর মধ্যে তিন জেলায় অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়েছে বিএনপি। কিশোরগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৪১ জন আহত হয়েছে বলে জানা গেছে। জেলা প্রতিনিধিদের পাঠানো খবর :  

রাজবাড়ী : জেলার পাংশায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বাড়িঘর ও মোটরসাইকেল। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কসবামাজাইল ইউনিয়নের আইয়ুব মাস্টারের মোড়ে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বণিক বার্তা

দুই যুগে গ্যাস অনুসন্ধানে সরকারি বিনিয়োগ মাত্র ৮ হাজার কোটি টাকা

দেশে গ্যাসের ঘাটতি তৈরি হওয়ায় ২০১৮ সাল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি শুরু করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। বিগত সাত অর্থবছরে বিদেশ থেকে পণ্যটি আমদানি করতে এ পর্যন্ত ব্যয় হয়েছে ২ লাখ ৫ হাজার কোটি টাকার বেশি। যদিও এই এলএনজি মোট সরবরাহকৃত গ্যাসের মাত্র ২০-২৫ শতাংশ। অন্যদিকে স্থানীয় গ্যাস অনুসন্ধানে দুই যুগে মাত্র ৮ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে সরকার। যার মধ্যে ২০০০ সাল থেকে ২০২৩ পর্যন্ত রাষ্ট্রায়ত্ত তিনটি গ্যাস উৎপাদন কোম্পানির আওতায় কূপ খননে ব্যয় হয়েছে ৬ হাজার ৮৩২ কোটি টাকা। পরবর্তী সময়ে আরো অন্তত ১ হাজার কোটি টাকা গ্যাসকূপ খননসহ আনুষঙ্গিক কার্যক্রমে ব্যয় হয়েছে বলে পেট্রোবাংলা সূত্রে জানা গেছে।

কালবেলা

মতিঝিলে হচ্ছে সোনার ফ্ল্যাট!

অর্থনৈতিক সংকটের মুখে সরকার যখন কৃচ্ছ্র ও বাজেট সংকোচনের পথে হাঁটছে, ঠিক তখনই রাজধানীর বাণিজ্যিক কেন্দ্র মতিঝিলে সরকারি কর্মকর্তাদের জন্য বিপুল ব্যয়ে হতে যাচ্ছে আটটি বহুতল ভবন। মাত্র ৭৩৬ জন কর্মকর্তার আবাসনের জন্য প্রতিটি ২৫ তলার এসব ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৭৬৫ কোটি টাকা। বিলাসবহুল এ প্রকল্পে রয়েছে মাল্টিপারপাস ভবন, সুসজ্জিত পুকুর, অ্যাম্পিথিয়েটার, খেলার মাঠ, মার্বেল পাথরের সিঁড়ি ও লবি, রেইন ওয়াটার হারভেস্টিং ও সেফটি ক্যানোপির মতো বিভিন্ন সুযোগ-সুবিধা। এমনকি প্রকল্পের নকশা ও প্রযুক্তি সম্পর্কে ধারণা নিতে বড় অঙ্কের টাকা ব্যয়ে রয়েছে কর্মকর্তাদের ‘বিদেশ সফর’ও।

বণিক বার্তা

এক বছরের ব্যবধানে লিফট দুর্ঘটনা বেড়েছে ৪৪%

১৯৯৯ সালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পরিসংখ্যান ভবনের উদ্বোধন হয়েছিল। এ ভবনে বর্তমানে মোট ছয়টি লিফট রয়েছে। ভবন নির্মাণের সময় এসব লিফট স্থাপন করা হয়। শিন্ডলার ব্র্যান্ডের লিফটগুলোর বয়স এখন ২৫ বছরের বেশি। বিশেষজ্ঞরা বলছেন, লিফটের স্বাভাবিক আয়ুষ্কাল থাকে ২০-২৫ বছর। এরপর লিফট ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। শুধু সরকারি এ ভবনই নয়, অনেক বেসরকারি ভবনের লিফটও রক্ষণাবেক্ষণের ঘাটতিতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বাংলাদেশ ফায়ার সার্ভিসের তথ্য অনুসারে, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে (১২ মাসের গড় হিসেবে) সারা দেশে লিফট দুর্ঘটনা বেড়েছে প্রায় ৪৪ শতাংশ। গত তিন বছরে এ ধরনের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১৭ জন। আহত হয়েছে আরো ৬৩৩ জন। নিয়মিত পরিদর্শন ও দক্ষ জনবল তৈরির মাধ্যমে লিফট দুর্ঘটনার ঝুঁকি নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস।