পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে পয়োবর্জ্য ব্যবস্থাপনার ওপর জোর চসিক মেয়রের
পরিচ্ছন্ন ও আধুনিক চট্টগ্রাম গড়তে সঠিক পয়োবর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, স্মার্ট সিটি গড়তে হলে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, স্যানিটেশন ব্যবস্থার আধুনিকায়নও জরুরি।
বৃহস্পতিবার (১৯ জুন) চসিকের প্রধান কার্যালয় টাইগারপাসে চট্টগ্রাম মহানগরের পয়োবর্জ্য ব্যবস্থাপনা ও অনসাইট স্যানিটেশন উন্নয়ন বিষয়ে একটি ত্রিপক্ষীয় সভা হয়। সভায় চসিক, চট্টগ্রাম ওয়াসা ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) একটি সমঝোতা স্মারকে সই করে।
বিজ্ঞাপন
সভায় মেয়র বলেন, জলাবদ্ধতা রোধ, পানির পুনঃব্যবহার এবং জনস্বাস্থ্য রক্ষায় আধুনিক স্যানিটেশন কাঠামো প্রয়োজন। যেসব এলাকায় পাইপলাইনের মাধ্যমে সুয়ারেজ ব্যবস্থা দেওয়া সম্ভব নয়, সেখানে প্রযুক্তিনির্ভর বর্জ্য সংগ্রহ ও পরিশোধনের ব্যবস্থা করতে হবে।
চট্টগ্রাম ওয়াসার পক্ষ থেকে সভায় জানানো হয়, ২০১৭ সালে শহরের জন্য একটি সমন্বিত ড্রেনেজ ও স্যানিটেশন মাস্টারপ্ল্যান তৈরি করা হয়। এতে পুরো শহরকে ৬৬টি ক্যাচমেন্ট এলাকায় ভাগ করে প্রতিটিতে একটি করে পয়ঃশোধনাগার নির্মাণের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি দুটি ফিকাল স্লাজ ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের সুপারিশ করা হয়।
বিজ্ঞাপন
ওয়াসা জানায়, যেসব এলাকায় সুয়ারেজ পাইপ স্থাপন সম্ভব নয়, সেসব এলাকায় সেপটিক ট্যাংক থেকে মানববর্জ্য যান্ত্রিকভাবে সংগ্রহ ও পরিশোধনের জন্য প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিশ্বব্যাংকের অর্থায়নে একটি সমীক্ষাও পরিচালিত হয়েছে।
আরও পড়ুন
সভায় উপস্থিত ছিলেন সচিব মো. আশরাফুল আমিন ও প্রধান প্রকৌশলী আনিসুর রহমান। ওয়াসার পক্ষে উপস্থিত ছিলেন- টাস্ক টিম লিডার আরিফ আহমেদ, কো-টাস্ক টিম লিডার হার্শ গয়াল, ইনস্টিটিউশনাল কনসালটেন্ট সোমনাথ সেন, প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম এবং নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ রেজাউল আহসান চৌধুরী।
এমআর/এমএ