চট্টগ্রামে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের
চট্টগ্রামের পটিয়ার বাইপাস রোডের বৈলতলী শ্যামলী পরিবহনের একটি বাস ও মাছবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ট্রাকচালক। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
রোববার (২২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত ট্রাক ড্রাইভার মো. মোরশেদ (২৪) দোহাজারী এলাকার মো. মোস্তাকের ছেলে। একই ঘটনায় আহত হয়েছেন বাস যাত্রী মো. রাকিব (১৯), আরিফুল ইসলাম (৩২) মো. আলিম (৫৫) ও সার্জেন্ট আকরাম হোসেন (৫০)।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, হয়তো চোখে ঘুম নিয়ে গাড়ি চালাতে গিয়ে ও বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখী এ সংঘর্ষের ঘটে। এতে ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনায় শ্যামলী বাসের বেশকিছু যাত্রী গুরুতর আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার কারণে ওই সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।
কর্ণফুলীর ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, দুর্ঘটায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের প্রক্রিয়া চলছে। তবে পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের আবেদন জানানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।
আরএমএন/এমএসএ