ঢাকায় প্রতারক গ্রেপ্তার, চট্টগ্রামে স্বর্ণের বার উদ্ধার
প্রলোভন দেখিয়ে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে জাবেদ হোসেন চৌধুরী ওরফে জাহিন চৌধুরী (৪১) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাজধানীর মতিঝিল থানার ফকিরাপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে চট্টগ্রামের কোতোয়ালি থানার হাজারী গলির একটি দোকান থেকে গলানো অবস্থায় আট ভরি ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার জাবেদ হোসেন চৌধুরীর বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর এলাকায়। গত ২৮ মে চট্টগ্রামের এক ভুক্তভোগী নারীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় তার। নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র পরিচয় দিয়ে নারীকে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে তার অনেক পরিচিত শিক্ষক আছেন এবং ভুক্তভোগীর ছেলেকে ভর্তি করাতে পারবেন। এ কথা বলে তিনি প্রথমে ১ লাখ ৬২ হাজার ৬০০ টাকা নেন।
বিজ্ঞাপন
পরবর্তী সময়ে নিজেকে কখনো কাস্টমস কর্মকর্তা, কখনো বিমান বাহিনীর সদস্য বা গার্মেন্টস মালিক পরিচয় দিয়ে ওই নারীর বিশ্বাস অর্জন করেন। এরপর ২২ ও ২৪ ক্যারেট স্বর্ণের বদলে দেওয়ার কথা বলে তার কাছ থেকে ১২ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, এই ঘটনায় ভুক্তভোগী ২০ জুন চট্টগ্রামের কোতোয়ালি থানায় একটি মামলা করেন। মামলার তদন্তে পুলিশ জানতে পারে, জাহিন ভুক্তভোগীর স্বর্ণালংকার হাজারী গলির এক জুয়েলার্স দোকানে গলিয়ে বিক্রি করেছেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ২১ জুন ঢাকার ফকিরাপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তার দেখানো মতে হাজারী গলির একটি দোকান থেকে গলানো অবস্থায় আট ভরি ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, জাহিন দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয়ে প্রতারণা করে আসছিলেন। বিদেশে পাঠানোর নামে অনেকের পাসপোর্ট তৈরি করে টাকা নিয়েছেন। কখনো আবার কাস্টমস থেকে গাড়ি এনে কম দামে বিক্রি করার প্রলোভন দেখিয়েও প্রতারণা করেছেন। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে।
এমআর/এমএ