চট্টগ্রাম নগরের চাকতাই চালপট্টি এলাকায় লাইসেন্সবিহীন ব্যবসা, অস্বাস্থ্যকর পরিবেশে চাল মজুতসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।

রোববার (২২ জুন) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া মুমতাহিনা এ অভিযান পরিচালনা করেন। এতে সহযোগিতা করে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, চট্টগ্রাম।

অভিযানে কয়েকটি পাইকারি চালের আড়তে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, সঠিকভাবে চালান রেজিস্ট্রার না রাখা, স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং মানহীন চাল মজুদের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে দুটি মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সতর্ক করা হয়েছে আরও দুই প্রতিষ্ঠানকে।

জেলা প্রশাসন জানায়, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখতে এবং বেআইনি মজুদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে। জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এমআর/এমএন