ঢামেক শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির পুরোনো ছবি

ছাত্রাবাস এবং একাডেমিক ভবন নির্মাণসহ পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করবেন না ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা। আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা।

সোমবার (২৩ জুন) ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান সাংবাদিকদের এ কথা জানান।

আব্দুল্লাহ আল নোমান বলেন, পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরব না আমরা।

এর আগে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে শিক্ষকরাও একমত জানিয়ে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক শহিদুল ইসলাম আকন্দ বলেন, শিক্ষার্থীদের জন্য শিগগিরই যেন আবাসিক ভবন নির্মাণ করা হয়। ঢাকা মেডিকেলের সংকট যেন দ্রুত কেটে যায়।

একাডেমিক কাউন্সিলের সভায় শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়। তবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত হল ছাড়বেন না বলে জানান শিক্ষার্থীরা।

গত পরশু শনিবার একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় মেডিকেল কলেজ রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে জানানো হয়।

পাঁচ দফা দাবিগুলো হলো

১. ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের জন্য দ্রুত সময়ের মধ্যে বাজেট পাস করতে হবে।

২. নতুন আবাসন ব্যবস্থা তৈরির আগ পর্যন্ত বসবাসের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করতে হবে।

৩. নতুন আবাসন ও বিকল্প আবাসনের বাজেট আলাদাভাবে পাস করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।

৪. পুরোনো একাডেমিক ভবনের ঝুঁকিপূর্ণ স্থাপনা পরিত্যক্ত ঘোষণা করে অন্যত্র স্থানান্তর এবং নতুন ভবনের জন্য বাজেট পাস করতে হবে।

৫. কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিনিধি নিযুক্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এসএএ/এমএ