যমুনার মুখে অবস্থান নেওয়া শিক্ষকদের তুলে দিলো পুলিশ
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভা ফলাফলে বৈষম্য ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ফলাফল পুনঃবিবেচনা ও সনদ প্রদানের আবেদনে প্রধান উপদেষ্টার বাসভবন যুনার সামনে অবস্থান নেওয়ার আধাঘণ্টার মধ্যে লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ফল প্রত্যাশী শিক্ষার্থীদের।
সোমবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে আন্দোলনরত শিক্ষকরা যমুনার অভিমুখে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শতাধিক প্রার্থী। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তাদের লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এর আগে সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এনটিআরসিএ ১৮তম শিক্ষক নিবন্ধন ভাইভা রেজাল্ট বঞ্চিত প্রার্থীরা। তার আগে রোববার সনদ দেওয়ার ঘোষণার দাবিতে আন্দোলনরতদের ওপর জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। পরে তাদের ছত্রভঙ্গ করে সরিয়ে দেয় পুলিশ। তবে তারা আজ আবারও নিজেদের দাবি আদায়ের জন্য প্রথমে জাতীয় প্রেস ক্লাব ও বিকেলে যমুনার অভিমুখে অবস্থান নিয়েছেন। এ সময় তারা বলেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
বিজ্ঞাপন
এমএসি/এআইএস