মোহাম্মদপুরে সন্ত্রাসী ইয়াসিন চাপাতিসহ গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী চক্র পাটালি গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য ইয়াসিনকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৩ জুন) রাতে মোহাম্মদপুর থানার একটি টিম রায়েরবাজার বোটঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা। তিনি জানান, গ্রেপ্তার ইয়াসিন রাজধানীর একটি সংঘবদ্ধ সন্ত্রাসী পাটালি গ্রুপের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল এই চক্র।
তিনি আরও জানান, গত ১৪ মে গভীর রাতে জাফরাবাদ এলাকায় পূর্ব শত্রুতার জেরে পাটালি গ্রুপের সদস্যরা রাব্বি, সাব্বির, কাশেমসহ অন্তত ছয়জনকে কুপিয়ে গুরুতর জখম করে। এই হামলার পর ভুক্তভোগীদের স্বজনরা মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তের অংশ হিসেবেই গ্রেপ্তার করা হয়েছে ইয়াসিনকে।
বিজ্ঞাপন
এর আগে মামলার অপর দুই আসামি শাহিন ও ‘পিপড়া’ রাজিবকে গ্রেপ্তার করা হয়েছিল।
এডিসি জুয়েল রানা আরও জানান, পাটালি গ্রুপের বাকি সদস্যদের গ্রেপ্তারে মোহাম্মদপুর থানা পুলিশ ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে। তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
এসএএ/এমএ