দেশে গণপরিবহন ১ লাখ ২ হাজার ৬৬৮, ফিটনেস নেই অধিকাংশের
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
সৌদি, আরব আমিরাত, ওমানে বাংলাদেশি কর্মীর চাহিদা কেন কমছে
বিদেশে বাংলাদেশিদের কর্মসংস্থানের শুরু থেকেই শীর্ষে আছে সৌদি আরব। এখন পর্যন্ত বিদেশে যাওয়া কর্মীদের ৩৪ শতাংশেরই গন্তব্য ছিল মধ্যপ্রাচ্যের এ দেশ। চলতি বছরের মে পর্যন্ত পাঁচ মাসে কাজের জন্য দেশ ছেড়ে যাওয়া কর্মীদের ৭৩ শতাংশই গেছেন সৌদিতে। তবে এ শ্রমবাজার সংকুচিত হয়ে আসছে।
বিজ্ঞাপন
যুগান্তর
পরিকল্পনা কমিশনের চাপাচাপিতে রোহিঙ্গা উন্নয়ন প্রকল্পের ১৮ খাতে ব্যয় কমছে। এসব খাতে বেশি খরচের প্রস্তাব করা হয়েছিল। ‘ইন্টিগ্রেটেড সার্ভিস অ্যান্ড লাইভলিহুড ফর ডিসপ্লেসড রোহিঙ্গা পিপল অ্যান্ড হোস্ট কমিউনিটিস ইমপ্রুভমেন্ট’ নামের নতুন প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৬৫২ কাটি ৫৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ১১২ কোটি ৭৮ লাখ টাকা, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণ ২৩২ কোটি ২৮ লাখ এবং অনুদান ৩০৭ কোটি ৪৮ লাখ টাকা ব্যয় করা হবে। এটি বাস্তবায়ন হলে রোহিঙ্গাদের পানি সংকট ও অবকাঠামোগত সমস্যা সমাধান হবে। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এটিসহ মোট ১৫টি প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ৬৮৬৮ কোটি টাকা। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুমোদন পেলে আগামী মাস থেকে শুরু হয়ে ২০২৮ সালের জুনের মধ্যে রোহিঙ্গা উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার বিভাগের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। খবর সংশ্লিষ্ট সূত্রের।
কালের কণ্ঠ
বিপুচক্রে পাচার কয়েক বিলিয়ন ডলার
আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ১১ বছর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে নসরুল হামিদ বিপু ও তাঁর ভাই-বন্ধু মিলে কয়েক বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছেন। পাচারের অর্থ দিয়ে তাঁরা বিভিন্ন দেশে গড়েছেন সম্পদের পাহাড়। বিপু ও তাঁর ছোট ভাই ইন্তেখাবুল হামিদ অপু, ঘনিষ্ঠ বন্ধু রিহ্যাবের সাবেক সভাপতি আলমগীর শামসুল আলামিন (কাজল), মামা কামরুজ্জামান চৌধুরীসহ অন্য আত্মীয় ও ঘনিষ্ঠ সহযোগীদের দুর্নীতির তথ্য বের হচ্ছে। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান করছে।
দেশ রূপান্তর
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি কেটে একটি কৃত্রিম খাল তৈরি করেছে দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। প্রাকৃতিকভাবে পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ করে সমুদ্রধারের বিচ প্যাসেফিক ও ডিভাইন ইকো রিসোর্ট নামের দুটি প্রতিষ্ঠান ওই বাঁধ তৈরির পর কৃত্রিম খালটি খনন করেছে বলে দাবি করেন সংশ্লিষ্টরা। ফলে সৈকত দ্বিখন্ডিত হওয়ার পাশাপাশি সৈকত জুড়ে গর্ত ও গুপ্তখাল সৃষ্টি হয়েছে; যা পর্যটকদের নিরাপদ সমুদ¯স্নানে ঝুঁকি তৈরি করছে। কৃত্রিম খাল দিয়ে নামা হোটেল-মোটেল জোনের ময়লাযুক্ত পানি দূষিত করছে পানি ও পরিবেশ। এ ছাড়া বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন সৈকত দ্বিখণ্ডিত হওয়ার ঝুঁকিতে পড়েছে।
আরও পড়ুন
বণিক বার্তা
দেশে গণপরিবহন ১ লাখ ২ হাজার ৬৬৮, ফিটনেস নেই অধিকাংশের
দেশে নিবন্ধিত মোটরযান প্রায় ৬৪ লাখ। এর মধ্যে গণপরিবহন হিসেবে ব্যবহৃত বাস, মিনিবাস ও হিউম্যান হলারের সংখ্যা ১ লাখ ২ হাজার ৬৬৮। দেশজুড়ে ব্যবহৃত এসব গণপরিবহনের অধিকাংশেরই নেই হালনাগাদ ফিটনেস সনদ। পরিবহন খাতসংশ্লিষ্টরা বলছেন, ফিটনেসবিহীন এসব গণপরিবহন সড়ক-মহাসড়কে অবাধে চলাচল করায় ঝুঁকিতে পড়ছে যাত্রী নিরাপত্তা। দুর্ঘটনার পাশাপাশি সড়কে বিশৃঙ্খলা-যানজটের কারণও হয়ে দাঁড়াচ্ছে এসব গণপরিবহন।
সমকাল
মব থামানোর নির্দেশ আছে, কার্যকর পদক্ষেপ নেই
দলবদ্ধভাবে বিশৃঙ্খলা বা মব সৃষ্টি করে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। গত ১০ মাসে মবের শিকার হয়ে ও গণপিটুনিতে সারাদেশে ১৭৪ জন মারা গেছেন। এর মধ্যে গত জানুয়ারি থেকে গতকাল সোমবার পর্যন্ত মারা গেছেন ৮৩ জন।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এই হিসাবের মতো পৃথক হিসাব দিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনও (এমএসএফ)। তাদের হিসাবে গত ৮ মাসে এ ধরনের ঘটনায় মারা গেছেন অন্তত ১৫০ জন। আহত হয়েছেন ৩৬৩ জন। নভেম্বর ও ডিসেম্বর হিসাব তাদের ওয়েবসাইটে নেই।
এমএসএফের হিসাবে ২০২৩ সালে এ ধরনের ১৪৩টি ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮৬ জন।
আজকের পত্রিকা
লন্ডন বৈঠকের পর আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের ভেতরসহ বিভিন্ন মহলে আলোচনা চলছে। জাতিসংঘসহ বিভিন্ন দেশও বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। তাই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের কূটনীতিকদের নজরও নির্বাচনকেন্দ্রিক। তাঁরা সরকারের উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করে জানার-বোঝার চেষ্টা করছেন।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। সরকার আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বললেও বিএনপিসহ কয়েকটি দল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানায়। নির্বাচনের সময় নিয়ে বিভিন্ন দলের মধ্যে মতপার্থক্য প্রকাশ্য হয়।
বণিক বার্তা
কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। পরমাণু স্থাপনায় মার্কিন হামলার প্রতিশোধ নিতেই গতকাল রাতে ইরাকের বেশ কয়েকটি মার্কিন ঘাঁটি ও কাতারের রাজধানী দোহার আল-উদেইদ এয়ার বেজে ‘অ্যানাউন্সমেন্ট অব ভিক্টরি’ নামে সামরিক এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে তেহরান। এ ঘটনায় কাতারের পাশাপাশি কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, জর্ডান, সিরিয়া, লেবাননসহ মধ্যপ্রাচ্যের প্রায় সবক’টি দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ ও দেশগুলোয় থাকা প্রবাসীদের নিয়ে উদ্বেগে রয়েছে বাংলাদেশ।
দেশ রূপান্তর
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো হামলাকে বিনা উসকানিতে আগ্রাসন বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলমান এই সংঘাতে মস্কো ইরানি জনগণকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। গতকাল সোমবার মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট।
কালের কণ্ঠ
রাজস্ব খাতে শনিবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণ ও প্রতিহিংসামূলক সব বদলি আদেশ বাতিল না হলে আগামী শনিবার (২৮ জুন) থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। পরিষদের পক্ষ থেকে গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়েছে। এর মাধ্যমে রাজস্ব খাতের বর্তমান অচলাবস্থা প্রকটতর হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কমপ্লিট শাটডাউন হলে এনবিআরসহ সারা দেশের সব আয়কর-ভ্যাটের কার্যক্রম বন্ধ থাকবে।
যুগান্তর
জোট গঠনে নানা হিসাব, বিভক্ত ইসলামি দলগুলো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠে তৎপরতা বেড়েছে ইসলামি দলগুলোর। নির্বাচনি সমঝোতা বা জোট গঠন নিয়ে তারা নানা হিসাবনিকাশ কষছে। তবে এ নিয়ে বিভক্ত হয়ে পড়েছে দলগুলো। এখন পর্যন্ত তিনটি পৃথক জোট বা নির্বাচনি সমঝোতার ইঙ্গিত পাওয়া গেছে। একটি অংশ ব্যালটে ইসলামপন্থি দলগুলোকে একসঙ্গে চায়। এ নিয়ে পর্দার আড়ালে চলছে নানা তৎপরতা। রোববার বা সোমবার ৫টি ইসলামি দলের বৈঠক হওয়ার কথা রয়েছে। পৃথকভাবে জোট করার বিষয়ে কথা চলছে ইসলাপন্থি অন্য ৪টি দলের। আবার ইসলামি দলগুলোকে এক ছাতার নিচে চায় জামায়াতে ইসলামী। জামায়াত নেতারা বিভিন্ন দলের সঙ্গে এ নিয়ে আলোচনা করছেন। তবে সবকিছুই এখনো আলাপ-আলোচনার পর্যায়ে আছে। নির্বাচনের তফশিল ঘোষণা হলে তা দৃশ্যমান হবে। ইসলামপন্থি দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
কালের কণ্ঠ
দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনবাসীর দুঃখ যেন ছাড়ছে না। একের পর এক বিপর্যয় দ্বীপবাসীকে আটকে রেখেছে। পর্যটনশিল্প বছরের দীর্ঘ সময়ের জন্য বন্ধ হলেও তারা উপার্জনের জন্য ছুটেছিল সাগরের মাছ আহরণে। কিন্তু টানা প্রায় দুই মাস মাছ ধরাও ছিল বন্ধ।
কালবেলা
নুরুল হুদাকে অপদস্থ করা কে এই মোজাম্মেল ঢালী
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে একদল উচ্ছৃঙ্খল জনতা রোববার রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে বাইরে বের করে এনে পুলিশে সোপর্দ করে। এর আগে তারা নুরুল হুদার গলায় জুতার মালা পরিয়ে অপদস্থ করে। এ নিয়ে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, নুরুল হুদাকে ঘিরে ধরে সাদা পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তি জুতার মালা থেকে একটি জুতা নিয়ে সাবেক সিইসিকে মারধর করছে।