বিএনপির মামলায় নাম নেই দুই কমিশনারের, যুক্ত করতে দেওয়া হচ্ছে চিঠি
বিএনপির করা দুই মামলায় দুজন নির্বাচন কমিশনারকে (ইসি) বাদ দেওয়া হয়েছে। বিগত তিন সংসদ ভোটে দায়িত্ব পালন করা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনারদের নামে অনিয়মের অভিযোগ এনে মামলা করেছে বিএনপি।
গত রোববার (২২ জুন) রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ও তিন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নাম মামলায় উল্লেখ ছিল। কিন্তু এজাহারে সংশ্লিষ্ট কমিশনগুলোর সব সদস্যের নাম থাকলেও দুজন কমিশনারের নাম উল্লেখ নেই।
বিজ্ঞাপন
এজাহারে দেখা যায়, গত ২০১৮ সালে রাতের ভোট আয়োজনকারী কেএম নূরুল হুদা কমিশনের নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের নাম এজাহারে নেই। তিনি মারা গেছেন বিধায় বাদ পড়েছেন। এছাড়া ২০২৪ সালের ডামি নির্বাচন আয়োজনকারী কাজী হাবিবুল আউয়াল কমিশনের নির্বাচন কমিশনার রাশেদা সুলতানারও নাম উল্লেখ নেই এজাহারে।
বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, রাশেদা সুলতানার নাম না থাকার বিষয়টি টাইপিং মিসটেক। এটা অন্য কিছু না। এছাড়া সাবেক সব নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলা দেওয়ার বিষয়টি এজাহারে উল্লেখ করা আছে। এদিকে মামলার এজাহারে বাদ পড়া নামটি অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হচ্ছে। এজন্য থানায় চিঠি দেওয়া হবে।
বিজ্ঞাপন
শায়রুল কবির খান বলেন, এজাহারে রাশেদা সুলতানার নাম অন্তর্ভুক্তির জন্য একটি চিঠি দেওয়া হবে। কাজেই ওটা সংশোধন হচ্ছে।
এসআর/এমজে