বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজী হারিস বিন ওথামার সভাপতিত্বে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) ঢাকা কমিটির (এডিসি) সভা মঙ্গলবার (২৪ জুন) ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

ঢাকায় অনুষ্ঠিত সভায় সদস্য দেশগুলোর ঐক্য ও সংহতির প্রতিফলনকারী বিভিন্ন আসিয়ান সম্পর্কিত বিষয় এবং কার্যক্রম নিয়ে আলোচনা হয়। মালয়েশিয়ার সভাপতিত্বে মে মাসে কুয়ালালামপুরে ৪৬তম আসিয়ান শীর্ষ সম্মেলন এবং সংশ্লিষ্ট সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

আসিয়ানের ৪৭তম শীর্ষ সম্মেলন এবং সংশ্লিষ্ট সভা চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, ব্রুনাইয়ের হাইকমিশনার বর্তমানে আসিয়ান ঢাকা কমিটির চেয়ারের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ আসিয়ানের সদস্য নয়। তবে আসিয়ানের সদস্যপদ থেকে গত কয়েক বছর ধরে জোর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে ঢাকা।

এনআই/এসএসএইচ