চট্টগ্রামে কবর থেকে জুলাইযোদ্ধার মরদেহ উত্তোলন
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ছাত্র-জনতার জুলাই আন্দোলনে নিহত ইঞ্জিনিয়ার মো. ওমর বিন নুরুল আবছারের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
আদালতের নির্দেশে বুধবার (২৫ জুন) উপজেলার আকুবদণ্ডী গ্রামের পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা, ঢাকার উত্তরা পশ্চিম থানার মামলার তদন্তকারী কর্মকর্তা, বোয়ালখালী থানা-পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এরপর এটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে মরদেহটি পুনরায় দাফন করা হবে।
নিহত ওমরের পরিবার জানায়, গত বছরের ৫ আগস্ট তাকে দাফন করা হয়। তখন পারিপার্শ্বিক অবস্থার কারণে তারা পুলিশ বা প্রশাসনকে জানাতে পারেননি। এ ঘটনায় পরবর্তী সময়ে ঢাকার উত্তরা পশ্চিম থানায় মামলা হয়।
মামলার তদন্তের স্বার্থে গত ২৯ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত লাশ উত্তোলনের আদেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ১৬ জুন চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক এক আদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেন।
এমআর/এমজে