শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, শ্রম আদালতের মামলা পরিচালনার প্রক্রিয়াকে ডিজিটালাইজ করা হবে। ‘অ্যাডভান্সিং ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ’ প্রকল্পের অধীনে একটি ডিজিটাল কেস ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হবে, যার ফলে মামলা নিষ্পত্তির প্রক্রিয়া আরও দ্রুত হবে।

বৃহস্পতিবার (২৬ জুন) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধিদলের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় শ্রম আদালতের ডিজিটালাইজেশন, শিশুশ্রম প্রতিরোধ এবং শ্রম বিরোধ দ্রুত সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।

শ্রম সচিব বলেন, আইএলও’র ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ও রোডম্যাপ বাস্তবায়নে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও আইসিটি বিভাগের সমন্বয়ে মামলার ডিজিটাল প্রক্রিয়াকরণ শুরু হবে। আদালতের কর্মকর্তা, শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম আইনজীবী সমিতি এবং সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণে আইএলও সহযোগিতা করবে।

শ্রম মামলার ডিজিটাল রূপান্তরে সব অংশীজনকে সম্পৃক্ত করা হবে বলেও জানান তিনি।

সভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আইসিটি বিভাগ, শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাগণসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএইচআর/এমএ