প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর আগস্টে
আগামী মাসের (জুলাই) মাঝামাঝিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের প্রস্তাব ছিল। তবে জুলাইয়ে দেশে বেশ কিছু আনুষ্ঠানিক পোগ্রামের কারণে আগস্টে তার সফরের প্রস্তাব করেছে ঢাকা।
বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা জানান।
বিজ্ঞাপন
তৌহিদ হোসেন জানান, আমরা আগস্টে প্রস্তাব করেছি। জুলাইয়ে অনেক পোগ্রাম আছে। সফরটি দ্বিপক্ষীয় হবে কি না, জানতে চাইলে উপদেষ্টা বলেন, সফর হলে এটা দ্বিপক্ষীয় হবে।
সম্প্রতি প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফর করছেন। ওই সফরের ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাননি সরকারপ্রধান। কেন হলো না-এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, এটা রাষ্ট্রীয় সফর বলে ব্রিটেনের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের পক্ষ থেকেও বলা হয়েছে। যুক্তরাজ্য বলার পর আমরা এটা নিশ্চিত করেছি। কেন হয়নি মিটিং-এটা আমি ঠিক এই মুহূর্তে আপনাদের বলতে পারব না।
বিজ্ঞাপন
তিনি বলে, আমি ছিলাম না, আমি জানি না। যারা ছিলেন তারা ভালো বলতে পারবেন। তবে বাস্তবতা হচ্ছে মিটিংটা হয়নি।
দায় কে নেবে, এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, এটার দায় কেউ নেয়নি। চূড়ান্ত মিটিংয়ের সময় কিন্তু নিশ্চিত করেনি ব্রিটেন থেকে। তবে রাষ্ট্রীয় সফর, এটা তারা বলেছে। প্রত্যাশাতো ছিল এই মিটিংটা হবে।
প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর গত বছরের ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দেন তিনি। এরপর নভেম্বরে আজারবাইজানে কপ-২৯ সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা। গত ডিসেম্বরে ড. ইউনূস ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিশর সফর করেন।
আরও পড়ুন
চলতি বছরের জানুয়ারিতে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দেন তিনি। এরপর মার্চে চীন সফর করেন ড. ইউনূস। এপ্রিলে থাইল্যান্ড সফর এবং সবশেষ কাতার ও ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করেন প্রধান উপদেষ্টা।
মে’র শেষের দিকে জাপান সফর করেছেন সরকারপ্রধান। সবশেষ, ড. ইউনূস যুক্তরাজ্য সফর করেছেন। উভয়পক্ষ ওই সফরকে ‘রাষ্ট্রীয় সফর’ ঘোষণা করলেও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ না পাওয়া নিয়ে নানা সমালোচনা হয়েছে।
এনআই/এমএ