বিভক্তি নয়, চবি অ্যালামনাইদের মধ্যে ঐক্যই এখন সবচেয়ে জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ আসলাম চৌধুরী (এফসিএ)।

আসন্ন ঈদ পুনর্মিলনীতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন আসলাম চৌধুরী।

তিনি বলেন, সর্বসম্মতিতে দায়িত্ব নেওয়ার পর অনেকেই ঈদ পুনর্মিলনী আয়োজনের কথা বলেন। আমি তাতে একাত্মতা প্রকাশ করি। বিশ্বাস করি, এই অনুষ্ঠান প্রাক্তনদের মধ্যে একটি ইতিবাচক সংযোগ তৈরি করবে, যা সংগঠনকে এগিয়ে নিতে সাহায্য করবে।

তবে সাম্প্রতিক সময়ে এই অনুষ্ঠান ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তিগত আক্রমণ, অশোভন মন্তব্য এবং বিভাজনের ভাষা ব্যবহারে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। আসলাম চৌধুরী বলেন, এ ধরনের পরিস্থিতি দুঃখজনক ও অনভিপ্রেত। লেখালেখিতে আরও দায়িত্বশীল হওয়া উচিত।

বিবৃতিতে তিনি চবির প্রাক্তন ছাত্রনেতাদের উদ্দেশে বলেন, আপনারা অতিথি হয়ে পুনর্মিলনীতে আসুন, মতামত দিন। প্রাক্তনরা যদি আপনাদের নেতৃত্ব চান, তাহলে আমার দায়িত্বে থাকার প্রয়োজন নেই।

ঈদ পুনর্মিলনী উপলক্ষ্যে ইতোমধ্যে অনুষ্ঠানের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান আয়োজকেরা। সব প্রাক্তন ভিপি ও অ্যালামনাই সদস্যদের ৪ জুলাই চট্টগ্রাম শহরের জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠেয় ঈদ পুনর্মিলনীতে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান আহ্বায়ক।

আসলাম চৌধুরী আরও বলেন, অনেকের মধ্যে অনুষ্ঠান নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। সিএমপির কমিশনার অনুষ্ঠান সফল করতে প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এমআর/এমএ