আন্তর্জাতিক শ্রম মান নিশ্চিতে কর্মশালা অনুষ্ঠিত
আন্তর্জাতিক শ্রম মান নিশ্চিত করার লক্ষ্যে মৌলিক ভিত্তি হিসেবে ত্রিপক্ষীয় সামাজিক সংলাপের তাৎপর্য ও গুরুত্ব বিষয়ক অবহিতকরণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৮ জুন) ঢাকার সাভারের ব্র্যাক সিডিএম অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এ কর্মশালা উদ্বোধন করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও সুইডেনের অর্থায়নে এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত হয়। ৩০ জনেরও বেশি সদস্য এই কর্মশালায় অংশ নিয়েছেন, যা ৩০ জুন পর্যন্ত চলবে।
আইটিসি-আইএলও-এর আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নেতৃত্বে কর্মশালার কারিগরি সেশন অনুষ্ঠিত হয়।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, সামাজিক সংলাপের মাধ্যমে ন্যায্য শ্রম নীতি প্রণয়ন ও শ্রমিক-মালিক সমন্বয় জোরদার করা সম্ভব। এই কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে কাজ করতে সহায়তা করবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রাতিষ্ঠানিক সংস্কার ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে সংলাপ প্রক্রিয়া জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।
শ্রম সচিব আরএলো বলেন, এ কর্মশালার মাধ্যমে জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শদাতা পরিষদ (এনটিসিসি), তৈরি পোশাক ত্রিপক্ষীয় পরামর্শদাতা পরিষদ (আরএমজি টিসিসি) এবং বাংলাদেশ ন্যূনতম মজুরি বোর্ড (বিএমডব্লিউবি)-এর সদস্যদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি পাবে।
আইএলওর প্রোগ্রাম ম্যানেজার নীরন রামজুথান বাংলাদেশে শ্রম শাসন শক্তিশালীকরণে সংলাপের গুরুত্ব তুলে ধরেন। বিকেএমইএর পরিচালক মো. বেলায়েত হোসেন রিপন নিয়োগকর্তাদের গঠনমূলক ভূমিকার কথা করেন। জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেসবাহ উদ্দিন আহমেদ শ্রমিকদের অংশগ্রহণ বৃদ্ধির দাবি জানান।
এ সময় আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিনিধিবৃন্দ, মলিক ও শ্রমিক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএইচআর/এমএসএ