জাপানে টিম পাঠাচ্ছে ইসি
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কার্যক্রম চালু করার লক্ষ্যে জাপানে টিম পাঠাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী মাসের শুরুতেই জাপানে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে সংস্থাটি।
ইসির সংশ্লিষ্টরা জানান, আগামী ৭ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত ১০ দিনের ওই প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে জাপান সফর করবে চার সদস্যের একটি টিম। এদের মধ্যে রয়েছে মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. ইকবাল জাভিদ, প্রোগ্রামার মো. আমিনুল ইসলাম, ডাটা এন্ট্রি অপারেটর মো. আবু তালেব ও জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুন্সি। প্রশিক্ষণ কর্মসূচিটি তদারকি করবেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি আগামী ১৩ জুলাই ঢাকা ত্যাগ করে ফিরবেন ১৭ জুলাই। ১৫ জুলাই কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে।
বিজ্ঞাপন
ইসি আরও জানায়, নির্বাচন কমিশন প্রবাসী বাংলাদেশিদের ভোটার করে নিতে ও এনআইডি সরবরাহ করতে ৪০টি দেশে কার্যক্রম সম্প্রসারণের কথা ভাবছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের লোকবলকে কাজে লাগিয়ে কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে নয়টি দেশে এই কার্যক্রম চলমান রয়েছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় পরিচালিত এই কার্যক্রমে ৪৭ হাজারের মতো নাগরিক ভোটার হতে আবেদন করেছেন। তবে এদের মধ্যে ২০ হাজারের মতো নাগরিককে ভোটার করে নিতে অনুমোদন দিয়েছে ইসি।
২০১৯ সালে প্রবাসে এনআইডি সরবরাহের উদ্যোগ হাতে নেওয়া হয়। এরপর ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি যুক্তরাজ্য প্রবাসীদের অনলাইনে ভোটার করে নেওয়ার কার্যক্রম উদ্বোধন করে ইসি। এর আগে ২০১৯ সালের ১৮ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের মধ্যে এ কার্যক্রম শুরু করা হয়। তার আগে একই বছরের ৫ নভেম্বর মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়ার অংশ হিসেবে অনলাইনে আবেদন নেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয়। এরপর সৌদি আবর, সিঙ্গাপুর ও মালদ্বীপে থাকা বাংলাদেশিদের জন্যও এ সুযোগ চালু করা হয়। কিন্তু করোনা মহামারির কারণে থমকে যায় দূতাবাসের মাধ্যমে এ কার্যক্রম শুরুর পরিকল্পনা। পরে ২০২২ সালে নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর সেই কার্যক্রমকে ফের উজ্জীবিত করে।
বিজ্ঞাপন
এসআর/জেডএস