কেরানীগঞ্জে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে যুবক নিহত
ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী এলাকায় মোটরসাইকেল ও সিএনজির সংঘর্ষে মো. রনি (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় রনি নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
শনিবার (২৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহত রনি ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার হাফেজভোগ গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা মো. পুলক জানান, রনি আমার স্ত্রীর ভগ্নিপতি। তিনি তাজ প্লাস্টিক কোম্পানিতে চাকরি করতেন। শনিবার রাতে বোনের সঙ্গে দেখা করে তিনি নিজেই মোটরসাইকেল চালিয়ে কালিন্দী এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হলে গুরুতর আহত হন রনি। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। বিষয়টি আমরা জানতে পেরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/এমজে