ওসি পরিচয়ে ফোন দিয়ে নিয়ে গেল টিভি-ফ্রিজ!
চট্টগ্রামের আনোয়ারায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পরিচয়ে ফোন করে দুটি ইলেকট্রনিকসের দোকান থেকে টিভি, ফ্রিজ ও ফ্যান নিয়ে চম্পট দিয়েছে একটি প্রতারক চক্র। পরে নম্বরটি বন্ধ পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন দোকানদার। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী দুই ব্যবসায়ী।
দোকানিরা জানান, গত বৃহস্পতিবার (২৬ জুন) ওসির ছবি সংযুক্ত একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আনোয়ারা থানার বটতলী শাহ আমানত ইলেকট্রনিকস এবং পশ্চিম বৈয়াগ আল-মদিনা ইলেকট্রনিকসে ফোন করে বলা হয়, থানার জন্য একটি স্মার্ট টিভি, একটি ফ্রিজ ও দুটি সিলিং ফ্যান লাগবে। টাকা বিকাশে অথবা অধীনস্থ কারও হাতে পাঠানো হবে। পরদিন শুক্রবার লোক পাঠিয়ে ট্রাকে করে পণ্যগুলো তুলে নেওয়া হয়।
বিজ্ঞাপন
এরপর ওই নম্বরে আর যোগাযোগ করা সম্ভব হয়নি, নম্বরটি বন্ধ পাওয়া যায়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে দোকানদাররা শনিবার (২৮ জুন) আনোয়ারা থানায় লিখিত অভিযোগ করেন।
পশ্চিম বৈয়াগ আল-মদিনা ইলেকট্রনিকসের পরিচালক মো. জিয়াউল হক বলেন, হোয়াটসঅ্যাপে ওসির ছবি দেখে সন্দেহ করিনি। সত্যতা যাচাই না করেই ট্রাকে পণ্য তুলে দিই। পরে বুঝতে পারি, আমরা প্রতারণার শিকার হয়েছি। এখন আইনের আশ্রয় নিয়েছি।
বিজ্ঞাপন
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঢাকা পোস্টকে বলেন, বিষয়টি আমরা শুনেছি। ভুক্তভোগীরা একটি অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত করে দেখছি। তবে এখনো মামলা রুজু হয়নি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওসির কথা বললেই কি জিনিসপত্র দিয়ে দিতে হবে? আমার থানার পাশেই ইলেকট্রনিকসের দোকান আছে। অপেক্ষাকৃত দূরের দোকান থেকে আমরা কেন মালামাল কিনব? তারা এটা কেন যাচাই-বাছাই না করে মালামাল পাঠিয়ে দিল!
তদন্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা কাজ শুরু করেছি। ট্রাকচালকের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের জানিয়েছেন, ট্রাকটি ভাড়া করা হয়েছিল।
এমআর/এমজে